বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ১ সেপ্টেম্বর থেকে ভারতের বাজারে এসেছে নতুন রয়েল এনফিল্ড বুলেট মডেলের ৩৫০ সিসির মোটরসাইকেল।
স্টাইলিশ ডিজাইন ও পাঁচটি রঙের বিকল্পসহ হাজির হয়েছে এই মোটরসাইকেল।
যুগ যুগ ধরে বাইক-প্রেমীদের, বিশেষ করে এনফিল্ড-প্রেমীদের ভরসা জুগিয়ে আসছে এই বাইক। সেই লিজেন্ডারি বাইকের নতুন এডিশন স্বাভাবিক ভাবেই ক্রেতাদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে।
তার আগে জানিয়ে রাখি, এই বাইক তিনটি ভেরিয়েন্ট এবং পাঁচটি রংয়ে উপলব্ধ। এক্স-শোরুম দাম ভারতে ১ লাখ ৭৩ হাজার রুপি থেকে ২ লাখ ১৬ হাজার রুপি।
এই বাইকে হান্টার, ক্লাসিকের মতোই ‘জে’ সিরিজের ৩৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন সর্বোচ্চ ২০.২ হর্সপাওয়ার তৈরি করতে পারে।
বাইকের দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। মিলবে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং এলইডি লাইটিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।