বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মজবুত গঠনের স্মার্টওয়াচপ্রেমীদের জন্য ভারতের বাজারে নতুন ডিভাইস উন্মোচন করেছে ফায়ার-বোল্ট। ক্রুসেডার নামে ওয়্যারেবলটি আনা হয়েছে। মজবুত গঠনের পাশাপাশি এতে ব্লুটুথ কলিং, ১ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লেসহ বিভিন্ন ফিচার দেয়া হয়েছে। ক্রুসেডারে গোলাকৃতির ডায়াল, দুটি পুশ বাটন দেয়া হয়েছে।
এতে থাকা ডিসপ্লের রেজল্যুশন ৪৬৬X৪৬৬ পিক্সেল। ইন-বিল্ট মাইক্রোফোন ও স্পিকার থাকায় ব্লুটুথ কলিংয়ের সময় সুবিধা পাওয়া যায়। মডেলটিতে ভয়েজ অ্যাসিস্ট্যান্ট সাপোর্টও রয়েছে। বোল্টের নতুন স্মার্টওয়াচে একাধিক হেলথ ফিচার রয়েছে। যার মধ্যে হার্ট রেট মনিটরিং, এসপিওটু মনিটরিং ও স্লিপ ট্র্যাকিং অন্যতম।
এতে একাধিক স্পোর্টস মুডের সঙ্গে আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং রয়েছে। ব্লুটুথ কলিং ছাড়াও ব্যবহারকারীরা কল হিস্ট্রি, কুইক ডায়াল প্যাড ও কন্ট্যাক্ট সিঙ্কের সুবিধা পাবে।ব্যাকআপের জন্য ৪০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে।
সবুজ, কমলা ও কালো রঙে ক্রুসেডার স্মার্টওয়াচটি কিনতে ব্যয় হবে ৩০ ডলার বা ২ হাজার ৪৯৯ রুপি। আনুষ্ঠানিকভাবে কবে নাগাদ ডিভাইসটি অন্যান্য দেশে পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। গিজমোচায়না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।