বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চার হাজার বছরেরও বেশি আগে মিসরের বিশাল পিরামিডগুলো কোন পদ্ধতিতে তৈরি করা হয়েছিল, তা নিয়ে মিসরবিদদের মধ্যে বহু বছর ধরেই বিতর্ক চলছে। এ নিয়ে অনেকে অনেক তত্ত্বও দিয়েছেন। এবার প্রকৌশলী ও ভূতাত্ত্বিকদের একটি দল একটি নতুন তত্ত্ব নিয়ে হাজির হলো। তারা বলছে, সঞ্চিত পানি ব্যবহার করে একটি হাইড্রোলিক লিফট ধরনের যন্ত্র দিয়ে মিসরের সবচেয়ে প্রাচীন পিরামিড তৈরির সময় ভারী পাথর ওপরে ওঠানো হয়েছিল।
এটি ছিল জোসার ফারাও বা ফেরাউন জোসারের ধাপ পিরামিড। কাঠামোর গায়ে সিঁড়ির মতো ধাপ থাকায়ই এর নাম স্টেপ বা ধাপ পিরামিড।
প্রাচীন মিসরীয়রা খ্রিস্টপূর্ব ২৭০০ থেকে ২৬০১ সালের মধ্যে ফেরাউন জোসারের পিরামিড তৈরি করেছিল। এটি ছিল সেই সময়ের সবচেয়ে উঁচু কাঠামো।
প্রায় ৬২ মিটার (২০৪ ফুট) উঁচু ছিল জোসার পিরামিড। এতে ব্যবহূত বেশ কিছু পাথরের ওজন ছিল ৩০০ কিলোগ্রাম। কিভাবে এটি সম্ভব হয়েছিল, তা কয়েক শতাব্দী ধরেই ছিল এক রহস্য। গত সোমবার ‘প্লস ওয়ান’ জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে এ কথা।
নতুন গবেষণার প্রধান লেখক ড. জেভিয়ার ল্যান্ড্রেউ বলেন, অনেক বিশদ প্রকাশনায় পিরামিড নির্মাণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলোতে কিছু বাস্তব উপাদান তুলে ধরা হয়েছে। কিন্তু এগুলো সাধারণত মধ্য ও নতুন রাজ্যের (১৯৮০ থেকে ১০৭৫ খ্রিস্টপূর্বাব্দ) তুলনামূলকভাবে সাম্প্রতিক ও ছোট পিরামিডগুলোকে নিয়ে। এই কৌশলগুলোর মধ্যে র্যাম্প, ক্রেন, উইঞ্চ, টগল লিফট, পিভট বা এসব পদ্ধতির সংমিশ্রণ অন্তর্ভুক্ত থাকতে পারে। কিন্তু পুরনো রাজত্বের সময়কার (২৬৭৫ থেকে ২১৩০ খ্রিস্টপূর্বাব্দ) অনেক বড় পিরামিডের ক্ষেত্রে কী হয়েছিল? ড. জেভিয়ার ল্যান্ড্রেউ বলেন, নেহাত মানুষের গায়ের শক্তি এবং র্যাম্পই ছোট পিরামিডগুলো তৈরির একমাত্র উপায় হয়ে থাকতে পারে।
বড় পিরামিডগুলোর জন্য নিশ্চয়ই অন্য কিছু কৌশল ব্যবহূত হয়েছিল।
বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের একটি সমন্বিত পদ্ধতির ব্যবহার করে নতুন গবেষণাটিতে ভারী পাথর তোলার একটি সম্ভাব্য পদ্ধতির কথা তুলে ধরা হয়েছে। প্রথমবারের মতো তোলা এই প্রস্তাবিত পদ্ধতিটি ধাপ পিরামিডের অভ্যন্তরীণ স্থাপত্যবৈশিষ্ট্যের সঙ্গে মেলে।
গবেষকরা লিখেছেন, সম্ভবত এক জটিল পানিভিত্তিক ব্যবস্থার মাধ্যমে একটি জলশক্তিচালিত লিফট ব্যবহার করা হয়েছিল। এটি স্থাপন করা হয়েছিল পিরামিডের ভেতরের খাড়া ফাঁকা জায়গার মধ্যে। গবেষণায় বলা হয়েছে, সম্ভবত কোনো ধরনের ভাসিয়ে রাখার সরঞ্জাম ভারী পাথরগুলোকে পিরামিডের মাঝ বরাবর তুলে ধরত।
তত্ত্বটি বেশ মেধাবী সমাধান হলেও কোনো কোনো মিসর বিশেষজ্ঞ তা মানতে রাজি নন। ড. ডেভিড জেফ্রিস নামের একজন মিসরবিদ বলেছেন, আরো ব্যাপকভাবে বিশ্বাস করা একটি তত্ত্ব হচ্ছে, প্রাচীন মিসরীয়রা ভারী পাথর বসানোর র্যাম্প এবং ভারী বস্তু টেনে নেওয়ার কোনো যন্ত্র ব্যবহার করত। সূত্র : সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।