নতুন ওয়েব সিরিজ দ্য ফ্রিল্যান্সার: হানিমুনের কথা বলে সিরিয়া!

বিনোদন ডেস্ক : নীরজ পাণ্ডের অ্যাকশন থ্রিলার সিরিজ ‘দ্য ফ্রিল্যান্সার’ ওটিটিতে আসছে । প্রকাশ্যে এসেছে ছবির অ্যাকশনে ভরপুর ট্রেলার।

‘দ্য ফ্রিল্যান্সার’ সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মোহিত রায়না ও সুশান্ত সিং। এটিই অনুপম খেরের প্রথম ওটিটি প্রজেক্ট।

সিরিজের গল্প একটি কমবয়সী মেয়েকে ঘিরে যে রহস্যময় এক পুরুষকে বিয়ে করে। হানিমুনে যাওয়ার কথা বলে মেয়েটিকে সিরিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে মেয়েটি বিপদে পড়ে।

ট্রেলারে দেখা গেছে একটি মেয়ে জীবন বাঁচাতে দৌড়াচ্ছে।

গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যায় সুশান্ত সিং। মেয়েটিকে ফিরিয়ে আনার সব চেষ্টা করতে থাকে অবিনাশ কামাথ (মোহিত রায়না)। ডক্টর খানকে (অনুপম খের) বলতে শোনা যায়, ‘অসম্ভব।’
শিরিষ ঠোরাটের বই ‘অ্যা টিকেট টু সিরিয়া’ অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজটি।

এটি তৈরি করেছেন নীরজ পাণ্ডে তবে পরিচালকের দায়িত্ব পালন করেছেন ভব ধুলিয়া।
১ সেপ্টেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘দ্য ফ্রিল্যান্সার’ সিরিজটি।

সূত্র-হিন্দুস্তান টাইমস