জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলোর বিরুদ্ধে আইনি সহায়তা পেতে, সরকারি হেল্পলাইন ১৬৪৩০ নম্বরে (টোল ফ্রি) যোগাযোগ করা যাবে।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলার শিকার কেউ যদি হয়ে থাকেন, তবে তিনি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার লিগ্যাল এইড হেল্পলাইনে ফোন করে আইনি সহায়তা পেতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, অফিস সময়ের মধ্যে ১৬৪৩০ নম্বরে কল করে ভিকটিম সাপোর্ট বা আইনি সহায়তার জন্য আবেদন করা যাবে।
এর আগে, বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, ১৫ আগস্টের মধ্যে ঢাকার মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে এবং ৩১ আগস্টের মধ্যে সারা দেশের একই ধরনের মামলা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছেন এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।