বিনোদন ডেস্ক : ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে অংশ নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের, রাজনীতিবিদ, তারকাসহ বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।
বিয়ের সাজে ঐতিহ্যের নব লুকে সামনে আসেন রাধিকা মার্চেন্ট। প্রাক বিয়ে থেকে সব অনুষ্ঠানেই রাধিকার স্টাইল ছিল নজরকাড়া। সব পোশাক আর সাজসজ্জা একটা থেকে আরেকটা চমকে দিয়েছে আম্বানি ভক্তদের।
আম্বানি পরিবারের পুত্রবধূ রাধিকা তার বিয়েতে পরেছেন ফ্যাশন হাউস আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক। এ প্রতিষ্ঠানের সহ-মালিক সন্দীপ খোসলা।
বিগ বাজেটের জমকালো এ বিয়ের শুভক্ষণে রাধিকা কেন পুরনো গহনা পরে বিয়ে সারলেন?
বিয়েতে পরা রাধিকার পুরো পোশাকে ছিল ভরাট জারদৌসি কাজ। তবে রাধিকা গলায় যে নেকলেসটি পরেছিলেন তা ২০২০ সালে বিয়ের জন্য পরেছিলেন রাধিকার বোন অঞ্জলিও।
গলায় পরেছিলেন জোড়োয়ার চোকার আর হীরা পান্নার মিশেলে তৈরি পাঁচ সারির হার। সঙ্গে ছিল ম্যাচিং টিকলি, কানের ঝুমকো, রতনচুর, হীরার চুরি। চুল খোঁপা করেছিলেন। কপালে পরেছিলেন ছোট্ট টিপ।
রাধিকা বিয়েতে যত গহনা পরেছেন, সবই তার নানি, মা ও বোনের। এসব গহনাতে রাধিকা ঐতিহ্য ধরে রেখেছেন। তাদের বংশ পরম্পরায় এই রীতি চলে আসছে বলেই জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।