অন্যরকম খবর ডেস্ক : পাকিস্তানের ১১০ বছর বয়সী আব্দুল হুনান নামে এক বৃদ্ধ চতুর্থ বিয়ে করেছেন। ১২ সন্তানের এই পিতা ৫৫ বছর বয়সী এক নারীকে বিয়ে করেছেন। আব্দুলের বড় ছেলের ৭০ বছর। ১১০ বছর বয়সের জীবনে আব্দুলের ছয় ছেলে, ছয় মেয়ে এবং ডজনের উপর নাতি-নাতনি রয়েছে।
তিন জন স্ত্রী থাকা সত্ত্বেও বড় একা লাগত আব্দুলের। তাই সমাজের কথা উপেক্ষা করে কেবল মনের কথা শুনেই তিনি চতুর্থবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। খুব ছিমছাম ভাবে বাড়ির সদস্যদের উপস্থিতিতেই বিয়ে সারেন আব্দুল।
আব্দুলের বিয়েতে উপস্থিত ছিলেন তার পরিবারের সব সদস্য। সেখানেই তার নাতি-নাতনীদের মধ্যে একজন বিয়ের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়। তারপর সেই ভিডিও ভাইরাল হয়।
ভিডিও দেখে গণমাধ্যম কর্মীরা আব্দুলের সাথে যোগাযোগ করে তার চতুর্থ বিয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, সারা জীবন অনেক পরিশ্রম করেছি। এখন আরামের সময়। বাড়িতে বড্ড একা লাগে। ভাবলাম বিয়ে করে নতুন বৌ আনলে আমার একাকীত্বও কাটবে, আর বাড়িও ভরা থাকবে। ভালবাসার তো কোনও বয়স হয় না, বয়স কেবল সংখ্যামাত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।