জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের লিজ নেওয়া ৪ বিঘা জমির ১২০০ কলা গাছ কেটে ফেলেছেন জমির মালিক। গতকাল বুধবার উপজেলার পাঁচবিবি পৌরসভাধীন মাতাইশ মঞ্জিল এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগি কৃষক।
থানার অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, পৌরসভার মাতাইশ মঞ্জিল মহল্লার রিপু চৌধুরীর কাছ থেকে প্রতিবছর ৬০ হাজার টাকা চুক্তিতে ৮ বিঘা জমি লিজ নিয়েছিলেন উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের জয়নুল হক। দীর্ঘদিন ধরে তিনি এ জমিতে কলা চাষ করছেন। এমন অবস্থায় গতকাল সকালে হঠাৎ তার বাগানের সব গাছ কেটে ফেলেন জমির মালিক রিপু চৌধুরী। পরে গাছ কাটার কারণ জানতে চাইলে জয়নুলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন রিপু।
স্থানীয়রা জানায়, জয়নুল দীর্ঘদিন ধরে জমিটি লিজ নিয়ে কলাচাষ করছে। হঠাৎ তারা নির্বিচারে এভাবে কলার গাছ কেটে একজনের ক্ষতি করতে পারে! এটা অমানবিক।
কোটা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্ত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
এ বিষয়ে রিপু চৌধুরীর সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য অস্বীকৃতি জানান। তবে তার ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন, আমাদের গাছ, আমরা কেটেছি। মাপ-যোগের প্রয়োজনে গাছগুলো কাটা হয়েছে। জয়নুল যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। লিজ আগে ছিল, এখন নেই।
পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।