সালমানের বিরুদ্ধে যে ইঙ্গিত করলেন পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান খান বারবার সম্পর্কে জড়িয়েছেন। সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া রাই। দীর্ঘ তার প্রেমের তালিকা। এ নিয়ে ভাইজান খবরের শিরোনাম হয়েছেন অনেকবার। নব্বইয়ের দশকে বলিউডে কেরিয়ারের শুরুর দিকে জন্মসূত্রে পাকিস্তানি অভিনেত্রী সোমি আলি সালমানের প্রেমে পড়েন। সেই সম্পর্কে যৌন নির্যাতন নিয়ে একাধিকবার মুখ খুলেছেন এই অভিনেত্রী। সোমি আলি রোববার ইনস্টাগ্রামে সালমান খানকে ইঙ্গিত করে লম্বা এক পোস্ট দিয়েছেন।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সোমি জন্মসূত্রে পাকিস্তানি। মাত্র ১৫-১৬ বছর বয়সে নব্বইয়ের দশকে তিনি বলিউডে পা রাখেন। তখনি বলিউড তারকা সালমান খানের সঙ্গে সখ্য তৈরি হয় তার। মাত্র কয়েক বছরের মধ্যেই সুনীল শেঠি, সাইফ আলি খান, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাদের সঙ্গে একাধিক ছবিতে কাজও করেছিলেন সোমি। ভাইজানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন প্রায় আট বছর। সেই সম্পর্কে যৌন নির্যাতন নিয়ে আগেও একাধিক বার মুখ খুলেছেন এই অভিনেত্রী।

এ বার ইনস্টাগ্রামে ফের যৌন হেনস্থার অভিযোগ তুলে ইঙ্গিতবাহী পোস্ট সোমি আলির। ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সালমানের সঙ্গে সম্পর্কে ছিল তার। সালমানকে ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবিতে দেখার পরেই তার প্রেমে পড়েছিলেন সোমি। এমনকি তার সঙ্গে দেখা করার জন্য ফ্লোরিডা থেকে মুম্বাইয়ে চলে আসেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, আট বছরের সম্পর্ক শেষ হওয়ার পরে একাধিক বার সালমানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন সোমি। ওই আট বছর তার জীবনের সব থেকে খারাপ সময়, এমন কথাও বলেছিলেন অভিনেত্রী। এই বার অবশ্য যৌন নির্যাতনের অভিযোগ তুললেও কোনো নাম উল্লেখ করেননি সোমি।