স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অন্যতম তারকা ক্রিকেটার শাদাব খান। তিনি তার দুর্দান্ত বোলিং দক্ষতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য পরিচিত। সম্প্রতি তার দেশের লাস্যময়ী টিকটকার শাহতাজ খানের এক অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন এই তারকা।
টিকটকার শাহতাজ খানের সঙ্গে ‘টকিং ফেজ’ নিয়ে করা অভিযোগের বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন শাদাব খান।
সম্প্রতি পাকিস্তানের টক শো ‘হাসনা মানা হ্যায়’-এ টিকটকার শাহতাজ খান দাবি করেন, শাদাব খান তার সঙ্গে ‘টকিং ফেজ’-এ ছিলেন। কিন্তু পরে তাকে এড়িয়ে যান এবং মালাইকা সাকলাইনকে বিয়ে করেন।
সাদাব খানের স্ত্রী মালাইকা সাকলাইন পাকিস্তানের ক্রিকেট কোচ এবং সাবেক ক্রিকেটার কিংবদন্তি লেগস্পিনার সাকলাইন মুশতাকের মেয়ে।
যাইহোক, শাহতাজ তার সেই অভিজ্ঞতাকে কষ্টদায়ক এবং হতাশাজনক বলে উল্লেখ করেন।
তবে শাদাব খান দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে শাহতাজের এই দাবি ও অভিযোগকে অস্বীকার করেন। তিনি বলেন, এ ধরনের অভিযোগ সাধারণত খ্যাতি পাওয়ার জন্যই করা হয়।
শাদাবের ভাষায়, ‘অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সাররা বলে থাকেন যে, ক্রিকেটাররা তাদের মেসেজ পাঠায়। তবে কেউ মেসেজ করলেও তারা চাইলে সেটিকে উপেক্ষা করতে পারেন। এটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করা তাদের মনোযোগ পাওয়ার ইচ্ছাই প্রকাশ করে। আর যদি তারা উত্তরে কিছু বলেন, তাহলে ধরে নিতে হবে- তারাও এতে আগ্রহী’।
সম্প্রতি বিয়ে করা এবং সুখী দাম্পত্য জীবন উপভোগ করা শাদাব খান স্পষ্ট করেন যে, এ ধরনের গুজব তার জীবনে কোনো গুরুত্বই বহন করে না।
তারকা ক্রিকেটারের এমন সোজাসাপ্টা জবাব জনসাধারণের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে ভিত্তিহীন গল্প তৈরি করার প্রবণতার প্রতি তার বিরক্তি প্রকাশ করে।
এদিকে শাদাব খানের ভক্তরা এ বিষয়টিকে সুন্দরভাবে সামলানোর জন্য তার প্রশংসা করেছেন।
যাইহোক না কেন, ২৬ বছর বয়সি শাদাব বর্তমানে তার ক্রিকেট ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনেই মনোযোগ রাখছেন। যদিও এই ঘটনা তার ব্যক্তিগত বিষয়গুলোকে জনসমক্ষে আলোচনা করার নৈতিকতা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। সূত্র: সামা টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।