ক্ষমা চাইলেন পাকিস্তানি উপস্থাপিকা জয়নব আব্বাস

স্পোর্টস ডেস্ক : ভারতে এসে বিশ্বকাপের মঞ্চে সঞ্চালনা করছিলেন পাকিস্তানের জয়নব আব্বাস। তবে তার পুরনো ভারতবিরোধী একটি পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হতেই তিনি ভারত ছেড়ে চলে যান। দাবি করা হয়, তাকে নাকি ‘ডিপোর্ট’ করা হয়েছিল। তবে সেই সব দাবি উড়িয়ে গোটা বিতর্ক নিয়ে মুখ খুললেন জয়নব। বললেন, ‘ভারত ছাড়তে কেউ চাপ দেয়নি’।

ভারতে চলমান একদিনের বিশ্বকাপে সঞ্চালনা করতে এসেছিলেন পাকিস্তানি এই তরুণী। তবে তিনি ভারতে আসার পরই শুরু হয় বিতর্ক। তার পুরনো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। সেই পোস্টে তিনি ভারতবিরোধী বক্তব্য পেশ করেছিলেন। এর পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। তার পর ভারত ছাড়েন জয়নব।

দাবি করা হয়, জয়নবকে নাকি ভারত ছাড়তে বাধ্য করা হয়েছিল। পরে যদিও আইসিসি এই দাবি অস্বীকার করেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই বিতর্কের মাঝে এবার নিজেই দীর্ঘ একটি পোস্টে বিষয়টি স্পষ্ট করলেন জয়নব আব্বাস। পাক সঞ্চালকের কথায়, ভারত ছাড়তে কেউ তার ওপর চাপ তৈরি করেনি, এমনকি তাকে ডিপোর্টও করা হয়নি। ব্যক্তিগত করণেই তিনি বিশ্বকাপের মাঝে ভারত ছেড়েছেন।

তিনি জানান, তার নিরাপত্তার দিক দিয়ে কোনো হুমকি তিনি অনুভব করেননি। তবে তার কথা ভেবে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। পাশাপাশি পুরনো পোস্টের মাধ্যমে কারও মনে আঘাত করে থাকলে তার জন্য ক্ষমাও চেয়ে নেন জয়নব।

দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, আমি যখন ভারতে ছিলাম, তখন সবাই আমার সঙ্গে হেসে খেলে কথা বলতেন। সবাই যেন খুব পরিচিত, এমনই এক অনুভূতি লাভ করেছি আমি। আমি নিজেও ঠিক এমনটাই আশা করেছিলাম। আমাকে কেউ ভারত ছেড়ে চলে যেতে বলেনি। বা আমাকে নির্বাসিতও করা হয়নি। তবে অনলাইন প্রতিক্রিয়া দেখে আমি ভয় পেয়েছিলাম। এবং যদিও আমার নিরাপত্তার বন্দোবস্ত ভালো ছিল। আমার ওপর তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। তবে আমার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তাই আমার নিজেরই কিছুটা সময়ের প্রয়োজন হয়ে পড়েছিল।