জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারউগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে এই ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এই ইউনিটের পরীক্ষায় ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ০৯ হাজার ৩৬৩ জন পরীক্ষা দেয়। এর মধ্যে পাশ করেছে ৯.৭২৭ জন শিক্ষার্থী। পাসের হার ৮.৮৯ শতাংশ।
এই ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে মোট ১২০ নম্বরের মধ্যে ১১১.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে নটরডেম কলেজের শিক্ষার্থী প্রতীক রসুল।
ফলাফল প্রকাশের সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিট্রার প্রবীর কুমার প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।