ঘূর্ণিঝড়ে রূপ নিলে যে পথ দিয়ে যাবে হামুন

জুমবাংলা ডেস্ক : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সোমবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় হামুন-এ রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপটির গতিপথ এখন পর্যন্ত বাংলাদেশের দিকে রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান।

আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় উইন্ডিডটকম। আজ সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ উইন্ডিডটকমে ওয়েবসাইটে দেখা গেছে, গভীর নিম্নচাপটি এখন যে অবস্থায় আছে সেভাবে থাকলে আগামী বুধবার বেলা ১১টা থেকে ১টা নাগাদ তা দেশের কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।

তবে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। ফলে তা আরও শক্তিশালী হয়ে গতিপথে পরিবর্তনও আসতে পারে।

আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপটি, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কাআজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপটি, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা

ঝড়টি বাংলাদেশ বা ভারতের দিকে আসুক বা না আসুক, এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী দুই-তিন দিন চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে টানা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজধানীসহ দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ।

আজ সোমবার সকাল ৬টার দিকে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমুকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।