স্ট্যাম্প ভাঙায় যে শাস্তি পেলেন ভারতীয় দলপতি

ভারতীয় দলপতি

স্পোর্টস ডেস্ক : আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ ও প্রতিপক্ষ ক্রিকেটারদের কটাক্ষ করায় শাস্তির সম্মুখীন হয়েছেন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতের এই মিডল অর্ডারকে। সেই সঙ্গে যোগ হয়েছে চারটি ডেমেরিট পয়েন্ট।

ভারতীয় দলপতি

সিরিজের শেষ ম্যাচে লেগ বিফোর আউটের সিদ্ধান্ত দেওয়ার পর তিনি অশোভন ও দৃষ্টিকটু আচরণ করেন ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদের প্রতি।

প্রথমে আম্পায়ারের দিকে রাগান্বিত ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। এরপর রাগ চেপে রাখতে না পেরে সজোরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন ভারত দলপতি। মাঠ ছাড়ার সময়ও আম্পায়ারের উদ্দেশে কিছু বলতে দেখা যায় তাকে।

শুধু তাই নয়, ম্যাচের পর বাংলাদেশের ক্রিকেটারদের কটাক্ষ করতেও বিন্দুমাত্র পিছপা হননি তিনি।

ক্রিকেটের আচরণবিধি অনুযায়ী, মাঠে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে বা কোনো ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়ালের প্রতি বাজে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করলে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

এক ম্যাচেই আইসিসির কোড অব কনডাক্টের চারটি ধারা ভেঙেছেন তিনি। কোড অব কনডাক্টের ২.২, ২.৫, ২.৬ ও ২.৮ ধারা ভেঙেছেন ভারতের এই দলপতি।

আর সে কারণেই ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানার পাশাপাশি চারটি ডেমেরিট পয়েন্ট যোগ হয় তার নামের পাশে।

রোববার (২৩ জুলাই) টিম হোটেলে এই শাস্তির ঘোষণা দেন ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার।

কিন্তু হারমানপ্রীত মাঠে স্ট্যাম্প ভাঙা কাণ্ডটি আইসিসির বিধান অনুযায়ী লেভেল থ্রি’র অপরাধ। যার শাস্তি কমপক্ষে এক ম্যাচের নিষেধাজ্ঞা।

প্রথম কাজের জন্য ‘বিরক্ত’ কেন করণ

কিন্তু ম্যাচ রেফারি তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন লেভেল ওয়ানের। যে কারণে শুধুমাত্র ডেমেরিট পয়েন্ট ও জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার।