আর হিট হবে না ফোন, iPhone 16 সিরিজে থাকবে এই অসাধারণ ফিচার

iPhone 16 হিট

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : iPhone 15 Pro ফোনটি লঞ্চের পর এই ফোনের সবচেয়ে বড় সমস্যা দেখা গিয়েছিল এই ফোনের অতিরিক্ত গ্রম হয়ে যাওয়া। হথাত করে নতুন আইফোনের গ্রম হয়ে যাওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিপোর্ট এবং অভিযোগ করা হয়। কোম্পানি এই ভুলের পুরাব্রিত্তি করতে চায় না বলেই মনে হচ্ছে, কারণ Apple বর্তমানে গ্রাফিন থার্মাল সিস্টেম নিয়ে কাজ করছে বলে জানা গেছে। আরও পড়ুন: Nokia এর এই ফিচার ফোন পাওয়া যাচ্ছে মাত্র 118 টাকায়, জেনে নিন বিস্তারিত

iPhone 16 হিট

iPhone 16 সিরিজে থাকবে এই দারুণ ফিচার

iPhone 16 প্রোটোটাইপ হিসাবে নিজের পরিচয় দেওয়া X ইউজার @KosutamiSan এর বক্তব্য অনুযায়ী Apple তাদের ফোনে ওভার হিটিঙের সমস্যা রোধ করার জন্য নতুন ডিজাইন নিয়ে কাজ করছে।

২০২৪ iPhone সিরিজে থার্মাল কন্ডেক্টিভিটি আরও ভালো করার জন্য গ্রাফিন থার্মাল সিস্টেম ব্যাবহার করা হতে পারে, কারণ এটি বর্তমানে ব্যাবহৃত তামার চেয়েও ভালো ম্যাটেরিয়াল।

মনে করিয়ে দিই, শুরুতে iPhone 15 Pro সিরিজে হিটিঙের সমস্যার মুখ্য কারণ হিসাবে নতুন লঞ্চ করা A17 Pro চিপকে দায়ী করা হয়েছিল।
আবার অনেকেই মনে করেছিলেন, ছোট হিট নিষ্কাসন ক্ষেত্র এবং নতুন টাইটেনিয়াম ফ্রেম ওভার হিটিঙের সমস্যার প্রধান কারণ।
Apple এর পক্ষ থেকে iOS 17.0.3 আপডেট জারি করে এই সমস্যার সমাধান করে, যার ফলে পরিষ্কার বোঝা যায় এই হিটিঙের সমস্যার মূল কারণ সফটওয়্যার চিল, কোনো হার্ডওয়্যার নয়।

ব্রণ দূর করবে যে ঘরোয়া উপাদানে

এছাড়া, এক্স ইউজার জানিয়েছেন আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্স ফোনের ব্যাটারিতে একইরকম হিটিং সমস্যার কারণে মেটাল শেল দেওয়া হতে পারে।
MacRumors নোট করেছেন, ওয়াচ সিরিজের ক্ষেত্রে Apple আগেই ব্ল্যাক ফয়েল কেসিং থেকে মেটালে পরিবর্তন করেছে। ফলে এই চিপ ফোনের ব্যাটারির জন্যও যথাযথ।