বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন বাজারের প্রায় পুরোটাই দখল করে রয়েছে অ্যান্ডয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম। এই দুই সিস্টেমে ফোনের দুনিয়ায় রাজত্ব করে যাচ্ছে গুগল ও অ্যাপলের মতো সংস্থাগুলো।
স্মার্টফোন দুনিয়ায় বিদেশি কোম্পানিগুলোর আধিপত্য চায় না নয়াদিল্লি।
অ্যান্ডয়েড ও আইওএসের সঙ্গে টেক্কা দিতে ইন্দওএস বা আইএনডিওএস একটি নতুন মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির পরিকল্পনা করছে মোদি সরকার। কেন্দ্রের এক শীর্ষ কর্মকর্তা বলছেন, বিশ্বের অন্যতম বড় স্মার্টফোন বাজার ভারত।
কেন্দ্রের লক্ষ্য একটি সুরক্ষিত ভারতীয় অপারেটিং সিস্টেম তৈরি করা, অ্যান্ড্রয়েড ও আইওএসের মতো অপারেটিং সিস্টেমগুলোকে প্রতিযোগিতার মুখে ফেলবে।
চলতি সপ্তাহে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে আইএনডিওএস তৈরির ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতে প্রতিযোগিতা কমিশনের কাছে ইতোমধ্যেই বড়সড় ধাক্কা খেয়েছে গুগল।
প্লে স্টোর ব্যবহার করে বাজারে বেআইনিভাবে আধিপত্য কায়েম করার অভিযোগ ওঠে গুগলের বিরুদ্ধে।
মটোরোলা মটো জি প্লে: স্বল্প বাজেটে টেকসই ব্যাটারির স্মার্টফোন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।