ফোনের পাওয়ার বাটন কাজ করছে না? ফোন অন-অফ করবেন যেভাবে

PHONE

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনেক সময় ফোনের পাওয়ার বাটন কাজ করে না, তখন ফোন অন-অফ কিংবা রিস্টার্ট করা কঠিন হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে কী করবেন?

PHONE

প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীর কছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হল পাওয়ার বাটন। কারণ বিভিন্ন কাজে সবার প্রথমে সেই পাওয়ার বাটনই ব্যবহার করা হয়। কিন্তু, স্মার্টফোনের পাওয়ার বাটন খারাপ হয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হয়।

আইফোন ইউজারদের এই ধরনের সমস্যা আরও বেশি। কারণ আইফোন অন এবং অফ করার জন্য এর ইউজাররা পুরোপুরি পাওয়ার বাটনের উপর নির্ভরশীল। কিন্তু, আইফোনের পাওয়ার বাটন কাজ করা বন্ধ করে দিলে সমস্যার সৃষ্টি হতে পারে।

আইফোনের পাওয়ার বাটন খারাপ হয়ে গেলে, চিন্তার কোনও কারণ নেই। কারণ এমন কিছু উপায় রয়েছে যার মাধ্যমে পাওয়ার বাটন ছাড়াই সেই আইফোন পুনরায় অন ও অফ করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

সেটিংসে গিয়ে আইফোন বন্ধ করার উপায়

এর জন্য সবার প্রথমে আইফোনের সেটিংস অপশনে যেতে হবে৷ এরপর General অপশনে ক্লিক করতে হবে এবং Accessibility অপশনে যেতে হবে। এরপর Shut Down অপশনে ক্লিক করতে হবে। এরপর drag-down স্লাইডার ব্যবহার করে নিজেদের আইফোন বন্ধ করতে হবে।

সিরি ব্যবহার করে আইফোন রিস্টার্ট করার উপায়: আইফোনের ইউজাররা সিরিকে নিজেদের আইফোন পুনরায় চালু করার জন্য নির্দেশ দিতে পারেন। এই ক্ষেত্রে শুধু বলতে হবে, “Hey Siri, restart my iPhone।” কিন্তু, এই কমান্ডটি সক্রিয় করতে ইউজারদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে ইউজারদের নিজেদের আইফোনের সেটিংস অপশনে যেতে হবে।

২. এরপর Siri অপশনে যেতে হবে এবং সার্চ করতে হবে।

৩. Listen for Hey Siri-র পাশে থাকা টগল টার্ন অন করতে হবে।

৪. এরপর পরীক্ষা করার জন্য Hey Siri বলতে হবে।

৫. এরপর Restart iPhone কমান্ড দিতে হবে।

৬. এরপর আইফোন স্ক্রিনে একটি পপ-আপ বিকল্প প্রদর্শিত হবে। কেউ যদি পুনরায় ফোন রিস্টার্ট করতে চায় তবে Yes অপশনে ক্লিক করতে হবে।

আইফোনে অ্যাসিসটিভ টাচ চালু করার উপায়

অ্যাসিসটিভ টাচ চালু করতে প্রথমেই সেটিংস অপশনে যেতে হবে।

এরপর Accessibility অপশনে ক্লিক করতে হবে।

এরপর Touch অপশনে যেতে হবে।

এরপর Assistive Touch অপশন চালু করতে হবে।

এরপর স্ক্রিনে ফ্লোটিং হোম বাটন প্রদর্শিত হওয়ার পরে, সেটিতে ক্লিক করতে হবে।

এরপর ডিভাইস এবং লক স্ক্রিন সিলেক্ট করতে হবে। এই হল তিনটি উপায় যার মাধ্যমে ইউজাররা নিজেদের আইফোন বন্ধ বা পুনরায় চালু করতে পারেন, যখন পাওয়ার বাটন কাজ করবে না।