৩২৯ কিলোমিটার দূরে ‘ভুল’ বিমানবন্দরে অবতরণ করল বিমান

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার একটি বাণিজ্যিক বিমান ১০০ জনেরও বেশি যাত্রী নিয়ে সপ্তাহান্তে ভুল বিমানবন্দরে অবতরণ করেছে। ইউনাইটেড নাইজেরিয়া এয়ারলাইনসের ফ্লাইটটি রবিবার নাইজেরিয়ার বাণিজ্যিক কেন্দ্র লাগোস থেকে রাজধানী আবুজার দিকে যাত্রা শুরু করে। কিন্তু হঠাৎ ফ্লাইটটি আসাবা আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।

কেবিন ক্রু ঘোষণা করেন, ‘আবুজায় ন্যামদি আজিকিওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত।’

কিন্তু বিমানটি আসলে আবুজা থেকে প্রায় ৩২৯ কিলোমিটার দূরে নাইজার নদীর পশ্চিম তীরের শহর আসাবায় অবতরণ করেছিল।
যাত্রীরা জানিয়েছেন, তারা বিমানে বসেই বুঝতে পেরেছিলেন, তারা আবুজার পরিবর্তে আসাবায় আছেন।

তবে এয়ারলাইনসটি খারাপ আবহাওয়াকে এ ঘটনার জন্য দায়ী করেছে। মুখপাত্র অ্যাচিলিয়াস-চুদ উচেগবু সাংবাদিকদের বলেছেন, ‘গন্তব্যের খারাপ আবহাওয়া’ সম্পর্কে তথ্য পাওয়ার পর পাইলট বিমানটিকে আসাবার দিকে সরিয়ে দেন।

তিনি আরো বলেন, ‘কেবিন ক্রুরা আসাবায় নিরাপদে অবতরণের সময় ভুল ঘোষণা করেছিলেন এবং যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল।’

নাইজেরিয়ায় ফ্লাইট ঘুরিয়ে দেওয়া অস্বাভাবিক। এ ঘটনা দেশটিতে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র : আনাদোলু এজেন্সি