রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

জুমবাংলা ডেস্ক : ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার সময় রানওয়ে থেকে ছিটকে গেছে কাতার এয়ারওয়েজের একটি বিমান। বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান
বিমানটিতে ২২৭ জন যাত্রী ছিলেন। তবে তাদের কেউ হতাহত হননি।

কী কারণে বিমানটি ল্যান্ড করতে গিয়ে রানওয়ে থেকে সরে যায় তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রানওয়ে থেকে বিমান ছিটকে যাওয়ার ঘটনায় বিমানবন্দরে অচলাবস্থা দেখা দেয়। ৪৫ মিনিট কোনো ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জিয়াউল হক জানান, কাতার এয়ারওয়েজের QR634 ফ্লাইটটি ল্যান্ড করার সময় রানওয়ে থেকে সরে যায়। সেটিকে উদ্ধার করে রানওয়েতে ফিরিয়ে আনার আগ পর্যন্ত ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকে। ৪৫ মিনিট রানওয়ে অচল হয়ে থাকে। এর ফলে চারটি আন্তর্জাতিক ফ্লাইট ও দশটি ডমেস্টিক ফ্লাইট ওঠা-নামা করতে বিলম্ব হয়েছে।

হাজতখানায় আসামিদের বই পড়ার ব্যবস্থা