Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ভারী বৃষ্টিতে ভেসে গেছে পুকুর, বিলে বিলে মাছ ধরার উৎসব
    বিভাগীয় সংবাদ রাজশাহী

    ভারী বৃষ্টিতে ভেসে গেছে পুকুর, বিলে বিলে মাছ ধরার উৎসব

    Tarek HasanOctober 7, 20233 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : অতি ভারী বৃষ্টিতে রাজশাহীতে কয়েকশ পুকুরের চাষ করা মাছ ভেসে গেছে। বিলের ভেতর খনন করা এসব পুকুরের ওপর দিয়ে এখনও বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে। ভেসে যাওয়া মাছ ধরতে বিলে বিলে রীতিমতো উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। হৈ-হুল্লোড় করে সবাই মাছ ধরছেন। তবে যাদের পুকুরের মাছ ভেসে গেছে, তাদের চোখেমুখে এখন হতাশার ছাপ।

    মাছ ধরার উৎসব1

    এদিকে পুকুরের মাছ রক্ষা করতে গিয়ে মোকসেদ আলী (৫৫) নামে একজন জেলে স্রোতের তোড়ে ভেসে গেছেন। শনিবার (৭ অক্টোবর) সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার গোদাগাড়ীর কমলাপুর বিলে বৃষ্টির সময় পুকুরের মাছ ভেসে যাওয়া আটকাতে গিয়ে পানির তোড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। শনিবার সকালে এই বিল থেকেই তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামে।

    গোদাগাড়ী উপজেলার কমলাপুর বিলে মোয়াজ্জেম হোসেন নামের এক মাছচাষির একটি পুকুরের মাছ ধরে অন্য পুকুরে ছাড়ার সময় পানির তোড়ে এই জেলে নিখোঁজ হন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

    মাছ ধরার উৎসব

    পুকুর মালিক মোয়াজ্জেম হোসেন জানান, তার ১২০ বিঘা আয়তনের পুকুরের সব মাছ ভেসে গেছে। এতে তার ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

    কমলাপুর এলাকায় রাস্তার একপাশে বিল পাতিকোলা, অন্যপাশে কমলাপুর বিল। শনিবার সকালে বিল পাতিকোলায় গিয়ে একটি পুকুরও চোখে পড়েনি। সবই ছিল পানির নিচে। পুকুরের পাড়ে লাগানো কলাগাছ দেখে শুধু পুকুরগুলোর অবস্থান বোঝা গেছে। বিল পাতিকোলার পূর্বে কমলাপুর বিলে দেখা গেছে মানুষের মাছ ধরার উৎসব। কয়েকশ মানুষ নানারকম জাল দিয়ে ওই বিলে ভেসে যাওয়া মাছ ধরছিলেন। কেউ পাচ্ছিলেন রুই, কেউ কাতলা, কেউ মৃগেল কিংবা সিলভার কার্প। জাল ফেললেই উঠে আসছিল বড় বড় সব মাছ।

    গোদাগাড়ীর কাঁকনহাট এলাকা থেকে বিলে মাছ ধরতে এসেছিলেন মো. ইস্রাফিল। তিনি জানান, তিনি ট্রাকের চালক। কমলাপুর গ্রামে তার ফুফুর বাড়ি। তাকে ফোন করে জানানো হয় যে, বিলের সব পুকুর ভেসে গেছে। এখন জাল ফেললেই মাছ পাওয়া যাচ্ছে। তাই আরও পাঁচজনকে সঙ্গে করে তিনি বিলে মাছ ধরতে এসেছেন। তোড়া জাল দিয়েই প্রত্যেকে ১০ থেকে ১২ কেজি করে মাছ পেয়েছেন।

    রাজশাহী সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রায়হান হোসেনকেও দেখা গেল মাছ ধরতে। তিনি জানান, তার বাড়ি পাশের তানোর উপজেলার মুন্ডুমালা এলাকায়। আগের দিন তার চাচারা এই বিল থেকে প্রচুর মাছ ধরে নিয়ে গেছেন। তাই দেখে তিনিও পরদিন সকালে তার ভাইকে সঙ্গে করে মাছ ধরতে এসেছেন।

    বিলে যখন মানুষ মাছ ধরার উৎসব করছিলেন তখন পাড়ে চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন আনোয়ার হোসেন। তিনি জানান, তার বাড়ি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। জমি ইজারা নিয়ে তিনি এই বিলে পুকুর কেটে মাছচাষ করতেন। তার প্রায় ৭০ বিঘা আয়তনের দুটি পুকুর ভেসে গেছে। এতে তার অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    গোদাগাড়ীর বিল পাতিকোলা ও কমলাপুর বিলের মতো জেলার তানোর, দুর্গাপুর, পবা, পুঠিয়া ও বাগমারা উপজেলার অনেক বিল তলিয়ে গেছে। ফলে বিলের ভেতর থাকা পুকুরের মাছ ভেসে গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মাছ ধরে বাজারেও তুলেছেন। বাজারে মাছের আমদানি বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে। তারপরও এই মাছ ধরে অনেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তবে যাদের মাছ ভেসে গেছে তাদের চোখেমুখে এখন শুধু দুশ্চিন্তা।

    জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ এখনও শেষ হয়নি। তবে সব উপজেলায় কথা বলে জেনেছি প্রায় ৫০০ পুকুরের মাছ ভেসে গেছে। আর্থিক ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না। পূর্ণাঙ্গ হিসাব পেলে তা রোববার বলা যাবে।’

    তিনি বলেন, ‘মাছচাষিরা কোন ক্ষতিপূরণ পান না। তারপরেও ক্ষতির পরিমাণ একটু বাড়িয়ে বলেন। বৃষ্টিতে কিছু মাছ চাষির ক্ষতি হলেও অনেকের উপকার হয়েছে। উঁচু পাড়ের পুকুরগুলো নতুন পানিতে ভরেছে। নতুন পানিতে দ্রুত মাছ বেড়ে উঠবে।’

    সাশ্রয়ী দামে দুর্দান্ত ফিচারের সুপার স্লিম ল্যাপটপ

    উল্লেখ্য, গত বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি চলে। এই সময়ের মধ্যে ২৪৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। গত ১১ বছরের মধ্যে ২০ ঘণ্টায় এত বৃষ্টি আর হয়নি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    উৎসব গেছে চাষ করা মাছ ভেসে গেছে ধরার পুকুর বিভাগীয় বিলে বৃষ্টিতে ভারী ভেসে মাছ রাজশাহী সংবাদ
    Related Posts
    কথিত পীর

    সাংবাদিকের উপস্থিতি টের পেয়েই কথিত পীর ও তার সহযোগীরা বাড়ি ছেড়ে উধাও

    October 8, 2025
    Dhamrai

    ধামরাইয়ে ছাত্র হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫

    October 7, 2025
    Manikganj

    শহীদ আবরার ফাহাদ স্মরণে মানিকগঞ্জে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

    October 7, 2025
    সর্বশেষ খবর
    Bank

    সহজ শর্তে টাকা রাখার সুযোগ, সুদের হার নির্ভর করে সঞ্চয়ের ওপর

    Nur

    এনসিপি নেতাদের টিভি মালিকানা নিয়ে বিস্ফোরক মন্তব্য নুরের

    Gold

    স্বর্ণ, টাকা বা জমির পরিবর্তে আগামী ১০ বছরে সবচেয়ে মূল্যবান হবে যে জিনিস

    জাহ্নবী কাপুর

    নিজের ব্রেস্ট বড় করতে যা করেছিলেন এই অভিনেত্রীরা

    BD Bank

    ‘সহজক্যাশ’ নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

    হর্সশু ক্র্যাব বিলুপ্তি

    হর্সশু ক্র্যাব বিলুপ্তির পথে: ৪৫ কোটি বছরের প্রাণীকে বাঁচাতে কী করা উচিত?

    পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা

    জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জওয়ান্দা আর নেই

    শহিদুল আলমের কনশানস

    শহিদুল আলমের কনশানসসহ ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান আটক

    আমীর খসরু

    সুষ্ঠু নির্বাচন দেখতে চায় আন্তর্জাতিক সম্প্রদায়ও: আমীর খসরু

    নুরের প্রতিক্রিয়া

    নতুন দুটি টেলিভিশন চ্যানেলের মালিকানা নিয়ে বিস্ফোরক মন্তব্য নুরের

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.