আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধে জড়ানোর বিভিন্ন খবর ও গুজবের প্রতিক্রিয়ায় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ করার কোনো পরিকল্পনা’ এখনও তাদের নেই। কিন্তু দেশ আক্রান্ত হলে আমরা বসে থাকব না। শুক্রবার সংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর তাসের।
লুকাশেঙ্কো বলেন, আমি বহুবার বলেছি, ইউক্রেনে লড়াই করার কোনো পরিকল্পনা আমাদের নেই। কিন্তু এ বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। জিনগতভাবে বেলারুশের জনগণ যুদ্ধ সহ্য করে না। তাই আমাদের শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। লুকাশেঙ্কো বলেন, আমাদের যুদ্ধে টেনে নেওয়া যেতে পারে একভাবে, সেটি হলো—যদি তারা আমাদের বিরুদ্ধে আগ্রাসন বা যুদ্ধ শুরু করে। তাই আমি আমার চোখ কান খোলা রাখছি। বেলারুশকে জড়িয়ে গুজব ছড়ানোর বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন লুকাশেঙ্কো।
রাশিয়া নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যা বললেন এরদোগান
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা। এমন সময়ে বেলারুশের সেনারাও ইউক্রেনে রুশ সেনাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে বলে খবর প্রকাশ হয়।
সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।