বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : একদিকে দেশজুড়ে জিও ভারত ৪জি ফোন নিয়ে চর্চা অন্যদিকে চুপিসারে দারুণ দুটি কিপ্যাড ফোন লঞ্চ করে চমক দিল নোকিয়া। এই ক্ষেত্রে তারাই শেষ কথা আরও একবার প্রমাণিত। একটা নয়, দু’দুটি ফিচার ফোন হাজির করেছে এইচএমডি গ্লোবাল। দাম রাখা হয়েছে ২ হাজার টাকার কম।
এই ফোন দুটি হল Nokia 110 4G এবং Nokia 110 2G। বাজারে যে কোনও কিউ আর কোড স্ক্যান করে UPI পেমেন্ট করা যাবে এই ফোন দিয়ে। বাড়ির বয়স্কদের পাশাপাশি তরুণরাও যাতে এই ফোন ব্যবহারে আকর্ষিত হয় তার জন্য রাখা হয়েছে মিডনাইট ব্লু এবং পারপেল রংয়ের বিকল্প। সঙ্গে 4G সাপোর্ট।
Nokia 110 4G ও 110 2G এর দাম কত?
নোকিয়া 110 4G এর দাম রাখা হয়েছে 2,499 টাকা এবং নোকিয়া 110 2G এর দাম 1,699 টাকা। 2G ফোন মিলবে চারকোল ব্ল্যাক এবং ব্লু রংয়ে। আর 4G ফোনে থাকছে মিডনাইট ব্লু ও পারপেল রংয়ের বিকল্প। জানা গিয়েছে, নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ও ই-কমার্স সাইট এবং অফলাইন স্টোরেও কেনা যাবে এই দুই কিপ্যাড ফোন।
ফোনের স্পেসিফিকেশন
উভয় হ্যান্ডেসেট পলিকার্বোনেট প্লাস্টিক দিয়ে তৈরি। থাকছে 1.8 ইঞ্চি QQVGA ডিসপ্লে এবং S30+ অপারেটিং সিস্টেম। মাইক্রো SD কার্ডের মাধ্যমে 32GB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যাবে। এর সঙ্গে থাকছে FM রেডিও এবং MP3 প্লেয়ার।
একটি ফোনে মিলবে 4G কানেক্টিভিটি এবং আরেকটি ফোনে 2G কানেক্টিভিটি। নোকিয়া 110 4G এর ব্যাটারি ক্যাপাসিটি 1,450mAh এবং 110 2G এর 1,000mAh ব্যাটারি ক্যাপাসিটি। সংস্থার দাবি অনুযায়ী, HD ভয়েস কলিং করা যাবে। পাশাপাশি এক চার্জে ব্যবহার করা যাবে টানা 12 দিন।
ফোনের আরও একটি দারুণ UPI সাপোর্ট। ডিজিটাল জমানায় সবজায়গাতেই প্রাধান্য পাচ্ছে ক্যাশলেস লেনদেন। যা সম্ভব করে তুলেছে UPI, ইউজারদের সুবিধার্থে 4G ফোনে ইন-বিল্ট UPI পেমেন্ট অ্যাপ রাখা হয়েছে। যার মাধ্যমে যে কোনও কিউ আর কোড স্ক্যান ইউপিআই লেনদেন করা যাবে। এ ছাড়া দুই ফোনই IP52 রেটিং যুক্ত। যা জল ও ধুলো থেকে ফোন নিরাপদ রাখবে। কানেক্টিভিটির খেতে মাইক্রো USB পোর্ট, হেডফোন জ্যাক এবং ব্লুটুথ 5.0 ভার্সন রয়েছে এতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।