দাম কম, ৩ সিমের এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি

৫০০০ এমএএইচ ব্যাটারি

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মটোরোলা কম দামের চমকপ্রদ স্মার্টফোন বাজারে এনেছে। ‘মটো জি ০৪’ মডেলে দুরন্ত ক্যামেরা এবং ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। মটোরোলার নতুন এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোন চলবে অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম রয়েছে।

৫০০০ এমএএইচ ব্যাটারি

মটোরোলার জি সিরিজের নতুন এই স্মার্টফোন কেনা যাবে চারটি রঙে। এগুলো হলো কনকর্ড ব্ল্যাক, সি গ্রিন, স্যাটিন ব্লু এবং সানরাইজ অরেঞ্জ। বাজেট স্মার্টফোন হলেও এতেও অন্যতম চমক হিসাবে রয়েছে ম্যাট ফিনিশ, যা স্ক্র্যাচ থেকে বাঁচাবে।

ফোনটি কেনা যাবে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এই ফোনে ৬.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। এর রিফ্রেশ রেট ৯০ হার্জ। স্মার্টফোনে প্রসেসর রয়েছে ইউনিসক টি৬০৬। সঙ্গে আছে মালি জি৫৭ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।

ফটোগ্রাফির ক্ষেত্রে বাজেট অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করেছে মটোরোলা। স্মার্টফোনের ব্যাক সাইডে মিলবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। মিলবে এলইডি ফ্ল্যাশ এবং এআই সাপোর্ট যা রাতের বেলাতেও ভালো ছবি তুলতে সাহায্য করবে।

স্মার্টফোনে এইচডিআর, টাইমল্যাপ্স এবং নাইট ভিশনের সুবিধাও রয়েছে। ফোনে মিলবে আইপি৫২ রেটিং যা ধুলোবালি থেকে রক্ষা করবে। মটো জি ০৪ মডেলে তিন সিম ব্যবহার করা যাবে।

Infinix-এর এই ফোন শীঘ্রই লঞ্চ হচ্ছে, বাজেট রেঞ্জের নতুন আইটেম বোম

স্মার্টফোনে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫০০০ এমএএইচ। যা চার্জ দেওয়ার জন্য রয়েছে ১০ ওয়াটের ফাস্ট চার্জার। ফোনের সাইড প্যানেলে মিলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভালো অডিও অভিজ্ঞতার জন্য দেওয়া হয়েছে স্টিরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট সাপোর্ট। কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ফোর-জি, ইউএসবি টাইপ-সি, ব্লুটুথ এবং হেডফোন জ্যাক। এই ফোন ভারতে বিক্রি হচ্ছে মাত্র ৬২৪৯ রুপিতে।