জুমবাংলা ডেস্ক : একটি মাল্টার দাম একশো টাকা। ডেঙ্গুর কারণে রসযুক্ত ফলের চাহিদা বাড়ায় ডাবের পর এবার মাল্টার বাজারেও আগুন চট্টগ্রামে। ব্যবসায়ীদের কারসাজিতে কেজি পৌঁছেছে ৪শ’ টাকা পর্যন্ত। দাম বাড়ার জন্য খুচরা বিক্রেতারা আড়তদারদের দুষলেও আমদানি কম হওয়ার অজুহাত আড়তদারদের।
ভিটামিন সি-ও বি-সহ নানা পুষ্টিগুণে সমৃদ্ধ রসে টসটসে সুস্বাদু ফল মাল্টা। রোগ প্রতিরোধ, হজম, হৃদরোগ ও পাকস্থলীর জন্য বেশি কার্যকর এটি। সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বাড়ায় রোগীকে বেশি পানি ও ফলের রস খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। এতে ডাবের পর রসে ভরপুর মাল্টার অতিরিক্ত চাহিদার বাড়ে। এ সুযোগে কারসাজির কবলে মাল্টাও। দামও আকাশ ছোঁয়া। চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি বাজারে কেজিতে ৩৮০ টাকা।
মাল্টার দাম করোনা মহামারির সময় সর্বোচ্চ ৩শ’ টাকায় বিক্রি হলেও এবার দফায় দফায় বেড়ে ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। গত ১৫ দিনের ব্যবধানেই কেজিতে বেড়েছে দেড়শ’ টাকা পর্যন্ত। বিক্রেতার দুষলেন আড়তদারদের।
কাজীর দেউড়ি থেকে ২ কিলোমিটার দূরত্ব নগরীর সবচেয়ে বড় ফলমন্ডিতেও একই অবস্থা। মাল্টার দাম লাগামহীন। বিক্রি হচ্ছে মান ভেদে ৩৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত। আড়তদারদের দাবি ভ্যাট বাড়ায় কমেছে আমদানি। তাই সংকট। মাল্টা খাওয়াতে বিশ্বে ১৪তম আর আমদানিতে ষষ্ঠতম অবস্থানে বাংলাদেশ। মোট ফল আমদানির ৭৭ শতাংশই হচ্ছে আপেল ও মাল্টা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।