জুমবাংলা ডেস্ক : জাতীয় নির্বাচনের পরেই রাজধানীর বাজারগুলোতে আবারও প্রতি কেজি গরুর মাংসের দাম ৭০০ টাকায় উঠে গেছে। যেখানে গরুর মাংসের প্রতি কেজি ৬৫০ টাকা নির্ধারণ করেছিলেন ব্যবসায়ীরা।
একদিনে ৫০ টাকা বেড়ে রাজধানীর কারওয়ানবাজারে মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রতি কেজি গরুর মাংসের দাম আবার ঠেকেছে ৭০০ টাকায়। যেখানে মাংস ব্যবসায়ীদের সাংগঠনিক সিদ্ধান্তেই গত ৭ ডিসেম্বর থেকে প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছিল ৬৫০ টাকায়।
সমিতি থেকে কোনো নির্দেশনা না এলেও কেন দাম বাড়ল? এমন প্রশ্নে বিক্রেতারা জানালেন, লোকসানি হিসাব কমাতেই বাড়তি দামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গরুর মাংসের দাম বাড়ার বিষয়ে বিক্রেতারা বলেন, গরুর দাম বেড়ে গেছে। ৬৫০ টাকায় বিক্রি করে আমাদের লোকসান হচ্ছে। তাই মাংসের দাম বাড়তি। আমরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি করছি।
গরুর মাংসের দাম নিয়ে অসহায়ত্ব প্রকাশ করে এক ক্রেতা বলেন, ৭০০ টাকা কেজি হলে আর কী করার আছে? বাজার যে রকম সেই দামেই তো কিনতে হবে।
এর মধ্যে অবশ্য মুরগির দাম কমতির খবর দিলেন বিক্রেতারা। কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। বিক্রেতারা বলেন, ‘বিগত দুই দিনের তুলনায় আজ ক্রেতা বেড়েছে। ব্রয়লার মুরগির দাম আজ ১০ টাকা কমে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।’
এদিকে সবজি বাজারও চড়া। তবে পণ্য পরিবহনে নির্বাচনী অস্থিরতা ও আশঙ্কার রেশ কাটতে শুরু করেছে বলে জানালেন কারওয়ানবাজারের আড়ত মালিকরা। যদিও চাহিদামতো পণ্য না আসায় মঙ্গলবারও বেড়েছে বেগুন, সিম, মিষ্টি কুমড়া, পেঁয়াজের দাম। বাজারে পাইকারিতে প্রতি কেজি মিস্টি কুমড়া ৩৭ টাকা, সাদা বেগুন ৬০ টাকা থেকে ৬৫ টাকা, তাল বেগুন ৭০ টাকা, শিম ৫৪ টাকা থেকে ৫৫ টাকা, করলা ৬০ টাকা, মূলা ১৮ টাকা থেকে ২০ টাকা, আলু ৪৫ টাকা থেকে ৪৮ টাকা এবং পেঁয়াজ ৮৪ টাকা থেকে ৮৬ টাকা।
এবিষয়ে বিক্রেতারা বলেন, বাজারে সরবরাহ কম। তাই দাম বেশি। একদিকে হরতাল-অবরোধ, অন্যদিকে নির্বাচন। এদিকে গাড়ি পোড়াচ্ছে। এসব কারণেই দাম বাড়ছে।
খুচরা বিক্রেতারা বলছেন, কয়েকদিন ধরেই সরবরাহ এবং পণ্য সংকটের মাশুল গুনে চলেছেন ক্রেতারা। বেশিরভাগ সবজিই কিনতে হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা কেজি দরে। অন্যদিকে বিক্রেতাদের দাবি,চাহিদার তুলনায় সরবরাহ বেশি আসায় মাছের দামও খানিকটা কমেছে।
কারওয়ানবাজারে প্রতি কেজি বড় আকারে রুই মাছ ৬০০ টাকা, ছোট আকারের রুই ৪৫০ টাকা, বড় আকারের কাতলা ৫০০ টাকা, ছোট আকারের কাতলা ৪০০ টাকা, বোয়াল ৮০০ টাকা, গলদা চিংড়ি ১ হাজার ২০০ টাকা এবং বাগদা চিংড়ি ৭৫০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।