হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম

পেঁয়াজের দাম

জুমবাংলা ডেস্ক : অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট দেখিয়ে ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে অস্থিতিশীল হয়ে ওঠে পেঁয়াজের বাজার। তবে দেশীয় নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় ও সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষজন। এদিকে অচিরেই পুরনো এলসির পেঁয়াজগুলো দেশে ঢুকবে। এতে সামনের দিনে দাম আরও কমবে দাবি বিক্রেতাদের।

পেঁয়াজের দাম

শুক্রবার (২২ ডিসেম্বর) সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানেই শোভা পাচ্ছে দেশীয় পেঁয়াজ। আর এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আরমান হোসেন বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পরপরই দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়। এক লাফে ৯০ থেকে ৯৫ টাকার পেঁয়াজ ১৮০ টাকা থেকে ২০০ টাকা কেজি উঠে গিয়েছিল। কিন্তু বাজারে দেশীয় পেঁয়াজ উঠতে শুরু করায় গত তিনদিন থেকে আবারও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সামনের দিনে দাম যেন আরও কমে সেই দাবি জানান ক্রেতারা।

রাজনীতি থেকে আয়ের টাকা যেভাবে খরচ করবেন মাহি

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি বলেন, হঠাৎ করেই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছিল। সেটা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে দেশীয় পেঁয়াজ বাজারে আসার কারণে। বর্তমানে দেশীয় পেঁয়াজ খুচরাতে ৯০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। যত দিন যাবে তত পেঁয়াজের দাম কমে আসবে। কারণ, খেত থেকে পেঁয়াজ উঠতে শুরু করেছে। কয়েক দিনের মধ্যেই পুরো মৌসুম শুরু হয়ে যাবে। এতে করে দাম আরও কমে আসবে। আরটিভি