জুমবাংলা ডেস্ক : দীর্ঘ দুই মাস ২০ দিন বন্ধের পর হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যে কারণে হু হু করে কমতে শুরু করেছে দেশি পেয়াজের দাম। পেঁয়াজের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমবে দাবি পেঁয়াজ আমদানিকারকদের।
সোমবার (৫ জুন) হিলি বন্দর দিয়ে ৩টি ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশের মধ্য দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আরও ১টি পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মত হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
মঙ্গলবার সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, হিলি বাজারের প্রায় সব দোকানেই দেশিয় পেঁয়াজের সরবরাহ বেশ ভালো রয়েছে। এর পরে দু’একটি দোকানে ভারতীয় পেঁয়াজ শোভা পাচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশিয় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
গতকাল যে পেঁয়াজ ৭৫টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা কমে ৬৫ থেকে ৭০টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভারতীয় পেঁয়াজ বন্দরে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। যা বাজারে খুচরাতে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।