জুমবাংলা ডেস্ক : চাল-চিনির পর এবার বেড়েছে আটা ও ময়দার দাম। প্রতিকেজিতে বেড়েছে যথাক্রমে ১০ টাকা ও ৫ টাকা পর্যন্ত।
শুক্রবার (১৭ নভেম্বর) কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর ও রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
দাম বাড়ার তালিকায় এবার যোগ হলো আটা ও ময়দা। সপ্তাহ ব্যবধানে বেড়ে গেছে খোলা ও প্যাকেটজাত উভয় ধরনের আটা-ময়দার দাম।
বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতিকেজিতে ১০ টাকা বেড়ে খোলা আটা বিক্রি হচ্ছে ৫০ টাকায়; আর প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে গত সপ্তাহে খোলা আটা ৪২ থেকে ৪৫ এবং প্যাকেটজাত আটা ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে।
বিক্রেতারা জানান, সপ্তাহ ব্যবধানে বেড়ে গেছে এ দাম। প্রতি বস্তায় বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। মূলত পাইকারি পর্যায়ে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
কেরানীগঞ্জের আগানগর বাজারের বিক্রেতা ফয়সাল জানান, সপ্তাহের ব্যবধানে পাইকারিতে ৫০ কেজি ওজনের আটার বস্তায় দাম বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত। কয়েক দিন আগেও পাইকারি বাজারে ৫০ কেজির আটার বস্তার দাম ছিল ২ হাজার টাকা। আর এখন প্রতি বস্তা আটা বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়।
এদিকে, বাজারে বেড়েছে ময়দার দামও। খুচরা পর্যায়ে প্রতিকেজিতে ৫ টাকা বেড়ে খোলা ময়দা বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। আর প্যাকেটজাত ময়দা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তবে গত সপ্তাহে খোলা ময়দা ৬০ টাকা এবং প্যাকেটজাত ময়দা ৬৫ টাকায় বিক্রি হয়েছে।
বিক্রেতারা জানান, সপ্তাহ ব্যবধানে পাইকারিতে ৫০ কেজি ওজনের প্রতি বস্তায় ২৫০ থেকে ৩০০ টাকা বেড়েছে ময়দার দাম। এছাড়া পাইকারি পর্যায়ে পর্যাপ্ত পরিামণে মিলছে না ময়দা।
কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, গম আমদানি সংকটের কথা বলে আটা-ময়দার দাম বাড়াচ্ছেন মিলাররা। সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় সেই সুযোগে কারসাজি করছেন তারা।
রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতা নাজমুল জানান, ৫০ কেজির ময়দার বস্তা কিছুদিন আগে ৩ হাজার টাকায় পাওয়া যেত। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০০ টাকা পর্যন্ত।
আটা-ময়দার দাম বাড়ার বিষয়ে ক্রেতারা জানান, চালের পর হঠাৎ করেই বেড়ে গেছে আটা-ময়দার দাম। এতে বাজারে এসে বিপাকে পড়তে হচ্ছে।
প্রত্যয় নামে এক ক্রেতা বলেন, বাজারে কোনো পণ্যেই স্বস্তি নেই। যে যেভাবে পারছে, দাম বাড়াচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ভোক্তার পকেট কাটা যেতেই থাকবে।
এদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সবশেষ তথ্য বলছে, এক মাসের ব্যবধানে বেড়েছে আটা-ময়দার দাম। খোলা আটার দাম কেজিতে ১৪ শতাংশ, আর ময়দা কেজিতে ৮ থেকে ৯ শতাংশ বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।