আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে। আজ সোমবার এক দিনেই ব্যারেলপ্রতি দাম কমেছে চার ডলারের বেশি। বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী কম্পানি সৌদি অ্যারামকোর তেল উৎপাদন বাড়ানো এবং চীনের আমদানি কমিয়ে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে এই দরপতন হয়েছে।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১.১৪ ডলার বা ১.২ শতাংশ কমে হয়েছে ৯৭.১ ডলার।
এর আগে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম কমেছিল ১.৫ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর প্রতি ব্যারেল এখন ৯১.৩ ডলার। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১.৬ ডলার বা ১.২ শতাংশ কমেছে।
চীনের অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি বৈশ্বিক মন্দার আশঙ্কায় তেলের এমন দরপতন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত বছরের আগস্টের তুলনায় চলতি মাসে ব্রেন্ট ক্রুডের ‘ওপেন ইন্টারেস্ট’ বা বিক্রি কমে গেছে প্রায় ২০ শতাংশ।
সূত্র : রয়টার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।