যে ৩ কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বেড়েছে। শুধু শুক্রবার (১৫ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ ধাতুটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে ১ শতাংশ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, মূলত ৩ কারণে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার দুর্বল হয়েছে। ফলে নিরাপদ আশ্রয়ের চাহিদা বেড়েছে। তাতে মূল্যবান ধাতুটির দাম বেড়েছে।

দ্বিতীয়ত, শিগগিরই সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এমনটি হলে ইউএস মুদ্রা ডলারের তেজ কমবে। ফলে বুলিয়ন বাজার চাঙা হয়েছে।

তৃতীয়ত, রাজনৈতিক অস্থিরতা এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যে স্বর্ণের কদর বাড়ে। নিরাপত্তার জন্য দুঃসময়ে বন্ধু ধাতুটির মজুত বাড়ায় লোকজন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে তিনটি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ধর্মঘট শুরু করেছে ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন। ফলে বুলিয়নের গুরুত্ব বেড়েছে। তাতে দামও বৃদ্ধি পেয়েছে।

এদিন স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯২৭ ডলার ৭৯ সেন্ট। একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণেরও মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৪৯ ডলার ৭০ সেন্টে।

সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দর বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। সেই সঙ্গে আরেক মূল্যবান ধাতু রুপার দামেও উলম্ফন ঘটেছে। আলোচ্য কর্মদিবসে প্রধান ৬ আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা কম ব্যয়বহুল হয়ে পড়েছে। নিউইয়র্ক ভিত্তিক স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়াং বলেন, বৈশ্বিক অর্থনীতি নিয়ে দুঃশ্চিন্তা বাড়ছে। ফলে স্বর্ণ ও রুপার দাম বেড়েছে।