জুমবাংলা ডেস্ক : তীব্র গরম আর বৃষ্টির কারণে সরবরাহ কম―এমন অজুহাতে দিনাজপুরের হিলিতে এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম ২০০ টাকায় পৌঁছেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ভোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, তীব্র গরম আর বৃষ্টির কারণে মরিচক্ষেত নষ্ট হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।
শনিবার (২৪ জুন) হিলি বাজার ঘুরে দেখা যায়, এক দিন আগেও যে কাঁচা মরিচ মানভেদে কেজিতে ১৬০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে, এক দিন পরে সেই কাঁচা মরিচ ১৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা সাদেক বলেন, ‘সব কিছুর দাম রাত পোহালেই বৃদ্ধি পাচ্ছে। কাঁচা মরিচের দাম ২০০ টাকা হয়েছে। এক সপ্তাহ আগেও কাঁচা মরিচ ৮০ টাকা দরে কিনেছি। আজ বাজারে কাঁচা মরিচ কিনতে এসে দেখি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। দেখার কেউ নেই।’
কাঁচামাল ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ‘অতিরিক্ত গরম আর বৃষ্টির কারণে কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হচ্ছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।
বিগত দিনে তীব্র গরম আর বৃষ্টিতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উৎপাদনও অনেক কম হচ্ছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে। এ কারণে মোকামগুলোতে পাইকাররা বেশি দামে কাঁচা মরিচ বিক্রয় করছে। আমরা খুচরা ব্যবসায়ীররা পাইকারের কাছ থেকে বেশি দামে কিনে এনেছি।
পরিবহন খরচ বাদ দিলে চার-পাঁচ টাকা লাভ থাকে। এসব কাঁচা মরিচ আমরা বিরামপুর, পাঁচবিবি ও জয়পুরহাট জেলা শহর থেকে কিনে নিয়ে আসি।’
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে। কেউ যদি ইচ্ছেমতো দাম বাড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।