সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণ বেড়েছে। কেজিতে ১৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। মঙ্গলবার (২৭ জুন) জেলার আড়তগুলোতে দেখা যায় কাঁচা মরিচ ২৭০ থেকে ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে দাম কেজি প্রতি ৩২০ থেকে ৩৪০ টাকা।
মরিচ বিক্রেতা মোশাররফ হোসেন বলেন, হঠাৎ করে বাজারে কাঁচা মরিচের আমদানি অনেক কমে গেছে। এবার মরিচের ফলনও ভালো হয়নি। মরিচ ক্ষেত অধিকাংশই নষ্ট হয়ে যাওয়াই ফলন কম হয়েছে যার কারনে দাম এতো বৃদ্ধি হয়েছে। তাই পোয়া (২৫০ গ্রাম) বিক্রি করছি ৮০ থেকে ৮৫ টাকায়।
তিনি আরো বলেন, গত সপ্তাহেও কাঁচা মরিচ কেজি ১৫০ থেকে ১৬০ টাকার মধ্যে ছিল। মূলত আমদানি কম হওয়ায় অস্বাভাবিক ভাবে বেড়েছে কাঁচা মরিচের দাম।
মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার মধ্যে হরিরামপুর ও শিবালয় উপজেলায় মরিচ বেশি চাষ হয় কিন্তু সেখানেও একই চিত্র। হরিরামপুরের সর্ববৃহৎ কাঁচা মরিচের আড়ৎ ঝিটকা বাজারে গেলে বেশ কয়েকজন ক্রেতা জানান, বর্তমানে সব সবজিরই দাম বেশি তার মধ্যে মরিচের দাম এতোটা বেড়েছে যে মরিচ ক্রয় করা কষ্টকর হয়ে গেছে।
আরেক সবজি বিক্রেতা রিয়াজুল ইসলাম বলেন, আবহাওয়াগত কারণে কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন কমেছে।
ক্রেতা মিঠু মোল্লা বলেন, সব সবজিরই দাম বেড়ে গেছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম আকাশছোঁয়া। ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৮০ থেকে ৮৫ টাকায় কিনতে হচ্ছে। দাম বেশি বলে সামান্য পরিমাণ কিনেছি।
কয়েকজন খুচরা ব্যবসায়ীরা জানান, সবজির দাম নাগালের মধ্যে থাকলেও কয়েকদিনে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। এতে ক্রেতা ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
ঝিটকা আড়তের সভাপতি মো. বাবুল মিয়া বলেন, গত কয়েকদিন ধরেই সবজির দাম একটু বেশি। এর মধ্যে গত এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।