Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home রপ্তানি বন্ধ, তবুও ইলিশের দাম চড়া কেন?
    অর্থনীতি-ব্যবসা

    রপ্তানি বন্ধ, তবুও ইলিশের দাম চড়া কেন?

    Saiful IslamSeptember 6, 20244 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এই মাছের নাম এলেই অতুলনীয় স্বাদ আর গন্ধের অদ্ভুত অনুভূতি জাগে রসনাবিলাসী প্রতিটি বাঙালির মনে। অথচ জাতীয় এই মাছের অভয়ারণ্য যে দেশে, সেই দেশের মানুষের কাছে সুস্বাদু সেই ইলিশ এখন অনেকটাই দুর্লভ। সমুদ্রে বেড়ে ওঠা এই মাছটির দাম বেড়ে এমন স্তরে পৌঁছে যে তা রীতিমতো এখন সাধারণ মানুষের নাগালের বাইরে।

    Hilsa

    গত সরকারের সময় পাশের দেশ ভারতে রপ্তানি হতো বলে অজুহাত দেখাতেন ব্যবসায়ীরা। কিন্তু এখন রপ্তানি বন্ধ। তার পরও কেন কমছে না ইলিশের দাম? সবার মনে এই প্রশ্ন।

    ব্যবসায়ীদের দাবি, সাগরে এখন মাছ কম পাওয়া যাচ্ছে।

    মৌসুম শেষের দিকে, একই সঙ্গে উজান থেকে বন্যার পানি আসায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী যখন মাছ কম পাওয়া যাচ্ছে, তখন দাম বেড়ে যাচ্ছে। তবে ক্রেতারা ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই ইলিশের মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছেন।

    ইলিশ ধরা ও ধাপে ধাপে বিক্রি
    মাছ ধরার জন্য ভোলা, চাঁদপুরসহ উপকূলীয় এলাকা থেকে প্রায় ২২-২৪ ঘণ্টা বোট চালাতে হয়।

    এরপর পাওয়া যায় মাছ ধরার বিশাল এলাকা। সেখানে জেলেরা জোয়ার-ভাটার সঙ্গে মিল রেখে সমুদ্রে জাল ফেলেন। এভাবে পাঁচ-ছয় দিন সমুদ্রে মাছ ধরে আবার এলাকায় ফেরেন। ফেরার পর বোট বা ট্রলারের মালিকের কাছ থেকে ডাক ধরে আড়তদার মাছ কিনে নেন। সেই আড়তদার মাছ কিনে ঢাকায় পাঠান।

    ওই মাছ ঢাকার আড়তদার একটি নির্ধারিত কমিশন নিয়ে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। এরপর তাদের কাছ থেকে কিনে নেন ভোক্তা। অর্থাৎ একটি মাছ ভোক্তার কাছে পৌঁছাতে দুইবার বিক্রি হয়। তৃতীয় পর্যায়ে এসে মাছ কিনতে পারেন সাধারণ ক্রেতারা।

    একটি ট্রলারে সর্বোচ্চ ৬০ মণ মাছ পাওয়া যায়। যা ১৫-২০ লাখ টাকায় বিক্রি করেন জেলেরা বা ট্রলার মালিকরা, যা গড়ে প্রতি কেজি ইলিশের দাম পড়ে ৮৩৩ টাকা। এই দাম ছোট-বড় সব আকারের মাছের ক্ষেত্রে। কিন্তু স্থানীয় আড়তদার মাছগুলো নিয়ে চারটি ভাগে আলাদা করেন। প্রথম ধাপ সরাসরি জাটকা। দ্বিতীয় ধাপ ১০ ইঞ্চির ওপরের (স্থানীয় নাম ব্যালকা), তৃতীয় ধাপ ৭০০-৯০০ গ্রাম (মাজলা)। চতুর্থ ধাপ এক কেজির ওপর ওজন (গ্রেড)। ছোট থেকে আকারে বড় মাছের ক্ষেত্রে দামে কম বেশি হয়। তবে বড় আকারের মাছগুলোর কোনোটিই ৯০০ টাকা কেজির নিচে কিনতে পারেন না ভোক্তারা। এতে কোনো উত্পাদন খরচ ছাড়া পাওয়া ইলিশ এখন দেশের মানুষের বিলাসী খাবারে পরিণত হয়েছে।

    আকার ভেদে দাম
    সমুদ্র থেকে মাছ ধরার পর তা সারা দেশে পাঠানো হয়। বড় একটি অংশ যায় রাজধানীতে। ঢাকা শহরের অন্যতম পাইকারি ও খুচরা মাছ বিক্রি হয় কারওয়ান বাজারে। এই বাজারে ১২০০-১৩০০ গ্রাম ওজনের মাছ খুচরায় সাধারণত ১৭০০-১৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়। ৮০০-৯০০ গ্রাম ওজনের মাছের বিক্রি হয় ১৪৫০-১৫০০ টাকা কেজি। আর যেসব মাছের ওজন ৫০০-৬০০ গ্রাম সেগুলো বিক্রি হয় ৯০০-১০০০ টাকা কেজিতে। তবে মাছের সরবরাহ ও শহরের বিভিন্ন স্থানে মাছের দাম ১০০-১৫০ টাকার কম-বেশি হয়। তবে সুপারশপগুলোতে এর চেয়ে আরো বেশি দামে বিক্রি হয় ইলিশ।

    সুপারশপ মিনাবাজারের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতিটি ১২০০-১৪৯৯ গ্রামের ইলিশের দাম দুই হাজার ৩৮৮ টাকা, এক কেজি থেকে ১১৯৯ গ্রাম পর্যন্ত ওজনের ইলিশের দাম এক হাজার ৮২৪ টাকা, ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রতি কেজি এক হাজার ১৪৬ টাকা।

    অন্যদিকে সুপারশপ স্বপ্ন বিক্রি করছে এক কেজি থেকে ১১৯৯ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ৮৫০ টাকা কেজি, একইভাবে ৫০০-৫৯৯ গ্রামের ওজনের ইলিশের দাম ১৩০০ টাকা কেজি।

    ইলিশ ধরেন মূলত উপকূলীয় এলাকার জেলে ও মাঝিরা। বরিশাল, ভোলা, চাঁদপুর, পিরোজপুরসহ উপকূল জেলার জেলেরা গভীর সমুদ্র থেকে ইলিশ মাছ ধরে নিয়ে আসেন। দেশের প্রায় ৩২ শতাংশ ইলিশ এই জেলার জেলে-মাঝিরা সংগ্রহ করেন। তবুও মাছ ঘাটগুলোতে ইলিশের দাম আকাশ ছোঁয়া। সবচেয়ে বড় আকারের প্রতি কেজি ইলিশ ভোলায় পাইকারি বিক্রি হচ্ছে প্রায় ১৫০০-১৭০০ টাকায়। মত্স্য ব্যবসায়ী ও জেলেরা বলছেন, মাছ শিকারে খরচ বেশি এবং জালে মাছ কম ধরা পড়ায় দাম কমছে না। জেলেরা আরো জানান, একেকটি নৌকায় ছোট-বড় মিলিয়ে সর্বোচ্চ চার-পাঁচ হালি ইলিশ মাছ পাওয়া যাচ্ছে।

    চরফ্যাশনের সামরাজ মাছঘাটের চান শরীফ মাঝি জানান, তিনি ২২ জন মাঝিমাল্লা নিয়ে সাত দিন আগে সাগরে মাছ শিকারে যান। ফিরে আসেন ছোট-বড় মিলিয়ে মোট ৭৫ হালি ইলিশ নিয়ে। এগুলো ঘাটে এনে সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করেন।

    একই ঘাটের আড়ৎদার মো. আলাউদ্দিন জানান, এখন ইলিশের ভরা মৌসুম চললেও উল্লেখযোগ্য হারে ইলিশ মিলছে না। সাগরে ১০০ বোট মাছ শিকারে গেলেও পাঁচ-সাতটি বোট মোটামুটি মাছ পায়। বেশির ভাগ বোটই কম ইলিশ পাচ্ছে। তাই মাছের দাম কমছে না। এ ছাড়া একেকটি বোট সাগরে গেলে ২২ জনের মাঝিমাল্লা, জ্বালানি তেল, সাত-আট দিনের বাজারসহ তিন-চার লাখ টাকা খরচ হয়। আর মাছ পাওয়া গেলে ৫০-৬০ মণ হয়, যা বিক্রি করা যায় ১৫-২০ লাখ টাকায়। তবে এখন এত বেশি মাছ পাওয়া যাচ্ছে না। অনেক বোটকেই লোকসান দিতে হচ্ছে।

    ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, জেলায় সারা বছরই কম-বেশি ইলিশ পাওয়া যায়। তবে জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম হিসেবে ধরা হয়। প্রায় ১৫ দিন ধরে নদীতে ইলিশ মাছ ধরা পড়ছে। তবে কিছুদিন আগে টানা বৃষ্টিতে নদীতে পানি বেড়ে যাওয়ায় জেলেদের জালে ইলিশ কম ধরা পড়ছে। সামনের দিকে মাছ ধরার পরিমাণ বৃদ্ধি পাবে। তখন দাম কমে আসবে। এ বছর ইলিশের সাইজ বেশ বড়। বর্তমানে জেলার বিভিন্ন ঘাটে দৈনিক ৪০০-৫০০ মেট্রিক টন ইলিশ আহরণ হচ্ছে। এ ছাড়া চলতি অর্থবছরে জেলায় এক লাখ ৮৫ হাজার মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা ইলিশের কেন চড়া, তবুও দাম, বন্ধ রপ্তানি
    Related Posts

    এক ট্যাপেই সবচেয়ে সহজে মোবাইল রিচার্জ এখন বিকাশ অ্যাপে

    July 24, 2025
    অর্থনীতির বিভিন্ন খাতে

    অর্থনীতির নানা খাতে অস্থিরতা, তবু ব্যাংক খাতে বিপুল উদ্বৃত্ত তারল্য

    July 24, 2025
    জাপানের রপ্তানি পণ্যে

    জাপানের রপ্তানি পণ্যে ১৫% শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

    July 24, 2025
    সর্বশেষ খবর
    একাদশে ভর্তি ফি

    একাদশে ভর্তি ফি নির্ধারণ, সর্বোচ্চ সাড়ে ৮ হাজার

    ড্রাইভিং লাইসেন্স

    সঠিক নিয়মে দ্রুত ড্রাইভিং লাইসেন্স পেতে যা করবেন

    Nahid

    ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা : নাহিদ

    clanker

    Clanker: The Internet’s Viral Insult for Robots and AI Dominates Social Discourse

    ওজন

    ওজন কমানোর ১০টি কার্যকরী উপায়

    TikToker's Luxury Home Tour Sparks Debate on Wealth and Taste

    TikToker’s Luxury Home Tour Sparks Debate on Wealth and Taste

    অপু বিশ্বাস

    প্রতারিত সেই গরু বিক্রেতাকে ওমরায় পাঠালেন অপু বিশ্বাস

    App-Banned_cover

    নিষিদ্ধ হলো ২৫টি ওটিটি অ্যাপ, তালিকায় Ullu, ALTT-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মও

    বৈদ্যুতিক বাতি

    রাতের বেলায় বৈদ্যুতিক বাতিতে এত পোকামাকড় আসে কেন

    Sara Ali Khan

    সচিন কন্যা সারার গ্লোয়িং ত্বকের রহস্য

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.