অন্যরকম খবর ডেস্ক : প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে দুই কোটি ৩০ লাখ ডলার ( বাংলাদেশি মুদ্রায় ২৫৩ কোটি টাকা) মূল্যের একটি কয়েন উন্মোচন করা হয়েছে। রানির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কয়েনটি বানিয়েছে বিলাসবহুল ব্রিটিশ লাইফস্টাইল ব্র্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএননের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কয়েনটিতে ৪ কেজি সোনা, ৬ হাজার ৪০০র বেশি হীরা ব্যবহার করা হয়েছে। এ কয়েনটি বিক্রি করা হবে কি না তা এখনও জানা যায়নি। এটিকে ১৬ মাসের ভালোবাসার পরিশ্রমের ফল হিসেবে আখ্যায়িত করেছে তৈরিকারী প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, কয়েনটির আকার বাস্কেটবলের সমান। এতে প্রয়াত ব্রিটিশ রাজা ও রানিদের ছবি রয়েছে।
Introducing The Crown – a once in a lifetime tribute to The Queen
An extraordinary tribute coin created to commemorate the enduring legacy of Her Majesty Queen Elizabeth II.
We invite you to view the piece and the making of in more detail on our website. pic.twitter.com/SiZXjfvjPB
— The East India Company (@TheEastIndia) September 7, 2023
এক বিবৃতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে বলা হয়, হাতেই তৈরি হয়েছে কয়েনটি। হীরাগুলো যত্ন সহকারে কাটা হয়েছে।
এর আগে বিশ্বের সবচেয়ে দামি কয়েন ছিল ডাবল ইগল। এটি ১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছিল। কয়েনটি এক কোটি ৮৯ লাখ ডলারে ২০২১ সালে নিউইয়র্কে বিক্রি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।