জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জেলের জালে ৭ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ঢাই মাছ ধরা পড়েছে। মাছটি প্রায় সাড়ে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার সকালে উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীর ৭নম্বর ফেরি ঘাটের চর কর্নেশন এলাকায় জেলে গেদা হালদারের জালে মাছটি ধরা পড়ে।
এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, জেলে গেদা হালদারের জালে বড় একটি ঢাই মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই। পরে পদ্মা নদীর ৭ নম্বর ফেরি ঘাট কর্নেশন এলাকায় সেই ঘাটে গিয়ে জেলে গেদা হালদারের কাছ থেকে ৩ হাজার ২শ টাকা কেজি দরে মোট ২২ হাজার ৭০০ টাকায় আমি মাছটি কিনে নিয়েছি। এখন কেজিতে একটু লাভ রেখে মাছটি বিক্রি করে দেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।