এক টুপির দাম ৬ লাখ ৩০ হাজার ডলার

Cap

আন্তর্জাতিক ডেস্ক : হলিউডের প্রখ্যাত সিনেমা ফ্রানচাইজি ইন্ডিয়ানা জোনসের কয়েকটি চলচ্চিত্রে নায়কের মাথায় শোভা পেয়েছিল একটি ফেডোরা ক্যাপ। ১৯৮৪ সালের প্রথমদিকে মুক্তিপ্রাপ্ত ইন্ডিয়ানা জোনস অ্যান্ড টেম্পল ডোম সিনেমার নায়ক হ্যারিসন ফোর্ডের মাথায় শোভা পেয়েছিল এই ক্যাপ। ছবিটি মুক্তির পর পরই বিশ্বজুড়ে ফ্যাশন প্রিয়দের মনে এই ক্যাপ সাড়া ফেলে। অনেকেই তখন এই ফেডোরা ক্যাপ পড়তেন।

Cap

তবে সম্প্রতি হ্যারিসন ফোর্ডের ওই ক্যাপ নিলামে সবোচ্চ দামে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিনোদন বিষয়ক প্রখ্যাত নিলাম ঘর মেমোরাবিলা এটিকে নিলামে তোলে। নিলাম শুরুর কয়েক মিনিটের মধ্যেই এক শৌখিন ক্রেতা ৬ লাখ ৩০ হাজার ডলারে এটি কিনে নেন।

ইন্ডিয়ানা জোনস অ্যান্ড টেম্পল ডোম সিনেমার একটি বড় অংশ শ্রীলঙ্কা এবং বাকি অংশ যুক্তরাষ্ট্রে ধারণ করা হয়েছিল। এটি মুক্তির পর বিশ্বজুড়ে ব্লকবাস্টার হয়। সিনেমাটির একজন স্টান্টম্যান এই ক্যাপ সংগ্রহে রাখেন। তিনি ২০২৩ সালে মারা যান। এর পর তার পরিবার এটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়।

ইন্ডিয়ানা জোনস অ্যান্ড টেম্পল ডোম সিনেমার পাশাপাশি হলিউড ও বলিউডসহ বিশ্বের অন্যান্য দেশের সিনেমায়ও এই টুপির ব্যবহার লক্ষ্য করা যায়। বিশেষ করে লম্বা ও ছিপছিপে গড়নের নায়কদের মাথায় এটি বেশি মানায়। ফেডোরা শব্দটি এসেছে ১৮৮২ সালে নাট্যকার ভিক্টোরিয়েন সার্ডু ফেডোরারের একটি নাটকের শিরোনাম থেকে। এর পর ১৮৯১ সালের প্রথম দিকে বিভিন্ন নাটকে এই টুপির চল শুরু হয়।Ñরোলিং স্টোন অনলাইন অবলম্বনে।