রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর একটি ইলিশ মাছ ১১ হাজার ৩৪০ টাকায় বিক্রি হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ওই ইলিশটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ। এদিন ভোর ৪টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান এলাকায় পদ্মায় ইলিশটি ধরা পড়ে স্থানীয় জেলে কুদ্দুস প্রামাণিকের জালে।
মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোয়ালন্দে পদ্মায় পানি ও স্রোত বেড়েছে।
জেলেদের জালে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছের পাশাপাশি সামান্য কিছু ইলিশও ধরা পড়ছে। আজ সকালে জেলে কুদ্দুস প্রামাণিকের কাছ থেকে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ কিনেছি ৫ হাজার ২০০ টাকা কেজি দরে। পরে অনলাইনে যোগাযোগ করে মুন্সীগঞ্জ জেলা শহরের এক ব্যবসায়ীর কাছে ওই ইলিশটি ৫ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১১ হাজার ৩৪০ টাকায় আমি বিক্রি করেছি।’
তিনি আরো বলেন, ‘গোয়ালন্দের পদ্মার ইলিশ অনেক সুস্বাদু হওয়ায় এর চাহিদাও প্রচুর।
এখন ইলিশের ভরা মৌসুম চলছে। কিন্তু এখানে জেলেদের জালে বিভিন্ন মাছ ধরা পড়লেও সহসা মিলছে না ইলিশ। এককথায় এখন ইলিশ মাছের অনেকটা আকাল চলছে। পদ্মার ছোট-বড় সামান্য কিছু ইলিশ পাওয়া গেলেও এর দামটা আকাশচুম্বী।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।