আন্তর্জাতিক ডেস্ক : সাধারণত স্যান্ডউইচ ব্যাগ বলতে খয়েরি রঙের কাগজের ব্যাগকে বোঝেন সবাই। এ ধরনের ব্যাগ মুখ মোড়ে সেলোটেপে আটকানো থাকে। আর অনেকটাই এ ধরনের ব্যাগ অভিষেক করেছে বিশ্বের অন্যতম বিলাসবহুল ফ্যাশন হাউজ লুই ভিতোঁ।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, চামড়া দিয়ে স্যান্ডউইচ ব্যাগ বাজারে এনেছে লুই ভিতোঁ। যা তৈরি করেছে প্রতিষ্ঠানটির মেন’স ফ্যাশন শাখার ক্রিয়েটিভ ডিরেক্টর ও সংগীতশিল্পী ফ্যারেল উিইলিয়ামস।
বিলাসবহুল এ ব্যাগটির দাম ৩ হাজার মার্কিন ডলার। যা কিনা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ টাকারও বেশি। লুই ভিতোঁর আইকনিক শপিং ব্যাগের রঙে পাওয়া যাবে এটি।
ব্যাগটির আকার মোটামুটি বড়। ক্লাচ ব্যাগের ডিজাইন খুব সূক্ষ্ম ভাঁজযুক্ত। এর দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার, উচ্চতা ২৭ সেন্টিমিটার ও প্রস্থ ১৭ সেন্টিমিটার। ব্যাগটিতে আইকনিক অক্ষরে ‘লুই ভিতোঁ’ লেখা রয়েছে। পাশাপাশি একটি নীল রঙের বেল্ট বেঁধে দেয়া আছে।
গত ৪ জানুয়ারি ক্লাসিক স্যান্ডউইচ ব্যাগের খবর প্রকাশ্যে আসে। এরপরই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে এটি ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা। কেননা, সাধারণত স্যান্ডউইচ ব্যাগ বলতে মানুষ যা বোঝে বা চোখে যা ভেসে উঠে―সেই অনুযায়ী এই ব্যাগ ব্যতিক্রম এবং দামও আকাশ ছোঁয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।