সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দাম আরও কমবে বলে জানাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় পেঁয়াজের এ দরপতন বলে জানা গেছে। দুদিনের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কমেছে ৬০ থেকে ৭০ টাকা। এতে করে ক্রেতাদের মাঝে স্বস্তি বিরাজ করলেও খুচরা ব্যবসায়ীরা বিপাকে পড়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) মানিকগঞ্জের হরিরামপুরের সবচেয়ে বড় পেঁয়াজের বাজার ঝিটকা বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
দাম কমার বিষয়ে বিক্রেতারা জানান, দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় পুরান পেঁয়াজ কেজিতে ৬০ থেকে ৭০ টাকা কমে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। যেটি গত শনিবারও (৯ ডিসেম্বর) ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
উপজেলার গালা ইউনিয়নের বিজয়নগরের এক বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, গত শনিবার যে মানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বনিম্ন ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে, আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। তাছাড়া বাজারে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৩০ টাকা কেজি দরে।
ঝিটকা বাজারের পেঁয়াজের ব্যবসায়ী শফি জানান, তিনি গত শনিবার ২০০ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ কিনেছিলেন, আজ সেই পেঁয়াজ লসে বিক্রি করছেন। কেজিতে তার লস হচ্ছে প্রায় ৩০ থেকে ৪০ টাকা।
সামসুল হক নামের আরেক ব্যবসায়ী জানান, শনিবার ২০০-২২০ টাকায় বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে। গতকাল ১৯০-১৮০ টাকায় বিক্রি হলেও, আজ সকাল থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়।
এবিষয়ে মোস্তফা নামের আরেক বিক্রেতা বলেন, এক রাতের মধ্যে পেঁয়াজের দাম বেড়েছিল। আজ সরবরাহ বেড়েছে তাই দামও কমেছে। কাঁচামালের দাম এভাবেই ওঠানামা করে। তবে এতে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত গতকাল বেশি দামে কেনা পেঁয়াজ আজ কম দামে বিক্রি করতে হচ্ছে।
এদিকে দাম কমে যাওয়ায় ক্রেতাদের মাঝে স্বস্তি বিরাজ করছে। আকাশ, সোহেল, গিয়াসউদ্দিন সহ বেশ কয়েকজন ক্রেতা জানান, বাজার নিয়ন্ত্রণ করার পাশাপাশি পেঁয়াজ উৎপাদন বাড়াতে হবে। এতে সবাই উপকৃত হবেন।
উপজেলার অন্যতম পেঁয়াজ আড়ত ঝিটকা আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া জানান, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ ও দেশীয় পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে পেঁয়াজের দাম বেড়েছিল। কিন্তু বর্তমানে নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম অনেক কমেছে। গত শনিবারও যেই পেয়াজ প্রতি মন ৮ হাজার টাকায় কিনেছি আজ সেই পেঁয়াজ ৬ হাজার থেকে ৫ হাজার ৫ শত টাকায় প্রতি মন কিনছি। দুদিনের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কমেছে। দেশি পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।