জুমবাংলা ডেস্ক : বাজারে বেড়েছে শিক্ষা উপকরণ কলমের দাম। আগে যে কলমের দাম ছিল ৫ টাকা, তা এখন বেড়ে হয়েছে ৭ টাকা।
সোমবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন স্টেশনারি দোকান ঘুরে এ চিত্র দেখা যায়। স্টেশনারি ব্যবসায়ীরা বলছেন, বাজেটে কলমের ওপর ভ্যাট আরোপ করায় এর প্রভাবে দাম বেড়েছে।
চলতি অর্থবছর ২০২৩-২৪ সালের বাজেটে কলমের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়। পরবর্তীতে তা বাজেট আলোচনায় কমিয়ে ৫ শতাংশে চূড়ান্ত করা হয়।
কলমের ওপর ভ্যাট আরোপের প্রভাবে এই উপকরণটির দাম বেড়েছে বাজারে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পরিবারের অনেক শিক্ষার্থী। তারা বলেন, কলমের দাম বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। অনেক গরীব শিক্ষার্থী প্রয়োজন অনুযায়ী কলম কিনতে পারছেন না। প্রতি পিস কলমে ২ থেকে ৩ টাকা দাম বেড়েছে।
ইমন নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী জানান, বাজারে প্রায় প্রতিটি কোম্পানির কলমের দাম বেড়েছে। আগে দুইটি কলম কিনতে ১০ টাকা লাগত। তবে এখন দুটি কলম কিনতে খরচ হচ্ছে ১৪ টাকা। বাকি এক টাকা ফেরত দিচ্ছেন না দোকানিরা। এর বদলে চকলেট দিচ্ছেন। এতে দুটি কলমে খরচ বেড়েছে ৫ টাকা পর্যন্ত।
আনোয়ারা বেগম নামে এক অভিবাবক বলেন, পড়ালেখা করতে হলে কলম তো লাগবেই। তবে প্রতি ডজন কলমে দাম বেড়েছে প্রায় ২৫ টাকা। এতে বাড়তি খরচ বেড়ছে সংসারের। যা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
শোভন চন্দ্র মজুমদার নামে এক কলেজ শিক্ষক বলেন, শিক্ষা উপকরণের দাম বাড়ানো উচিত নয়। উল্টো শিক্ষাখাতে সরকারের ভতুর্কির পরিমাণ আরও বেশি বাড়ানো উচিত। এতে গরীব শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে।
এদিকে কেরানীগঞ্জের শেরে-বাংলা লাইব্রেরি অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরের শাকিল বলেন, শুধু বাজেটের জন্য দাম বাড়ে নাই। দাম বৃদ্ধি পাওয়ার কথা শুনে বাজেটের আগেই দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো। প্রতি কার্টনে কলমের দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত।
আর রাজধানীর বংশালের ভাই ভাই স্টেশনারির বিক্রেতা রাকিব বলেন, আগে সাধারণ বলপয়েন্ট কলম বিক্রি হতো ৫ টাকায়। সেটি এখন বিক্রি হচ্ছে ৬ থেকে ৭ টাকায়। কোম্পানি থেকেই কিনতে হচ্ছে ৫ টাকায়।
তিনি আরও বলেন, জেল পেন আগে ৯ টাকায় কিনে ১২ থেকে ১৫ টাকা বিক্রি করতাম। তবে এখন সেটি কিনতে হচ্ছে ১২ টাকায়। আর বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।