Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : একটি আনারস কিনতে লাগবে প্রায় ৪০০ ডলার। অস্বাভাবিক এমন দাম শুনে যে কারোর চোখ কপালে উঠবে।
চড়া মূল্যের এ আনারস পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। শহরের মেলিসাস প্রডিউস নামের প্রতিষ্ঠান বিরল রুবিগ্লো জাতের এ আনারস বাজারে এনেছে, যার দাম ৩৯৫ ডলার ৯৯ সেন্ট।
এ বছর রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছেন ২০ শিল্প প্রতিষ্ঠান
উত্তর আমেরিকার দেশ কোস্টারিকায় জন্মানো আনারসটির বাইরের খোসা গোলাপি লাল রঙের আর ভেতরের অংশ হলুদ। খেতেও অত্যন্ত সুস্বাদু। ফ্রেশ দেল মন্তে বলছে, ১৫ বছর ধরে নিবিড় গবেষণার মাধ্যমে বহুমূল্য এ আনারসের জাত উদ্ভাবন করা হয়েছে। ফলটি যুক্তরাষ্ট্রে আসার আগে চীনে অল্প পরিমাণে বিক্রি হতো।
সূত্র : সিএনএন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।