জুমবাংলা ডেস্ক : ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে দাম। ২ দিনের ব্যবধানে ১১০ টাকা কেজি প্রতি কমেছে কাঁচামরিচের দাম। বাজারে দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা যায়, ২ দিন আগে যে কাঁচামরিচ বিক্রি হয়েছিল পাইকারি ২৪০ টাকা কেজি। তা আজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। কেজি প্রতি পাইকারি কমেছে ১১০ টাকা করে। আগামী দুই একদিনের মধ্যে আরও দাম কমে বলে আশা ব্যবসায়ীদের।
কাঁচামরিচ আমদানিকারক হিলি শিপিং লাইনের মালিক জামিল হোসেন চলন্ত বলেন, শনিবার ভারত থেকে মোট ৯টি ট্রাকে ৫৮ মেট্রিকটন ৮৩০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। কাঁচা মরিচগুলো পাইকারি বাজারে বিক্রি করা হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। তবে কাঁচামরিচের আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমবে।
হিলি বাজারে পাইকারি কাঁচামরিচ ব্যবসায়ী সোহেল রানা বলেন, আমরা আমদানিকারকদের কাছ থেকে ১৩০ টাকা কেজি পাইকারি নিয়ে তা ১৬০ টাকা কেজি দরে বিক্রি করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।