বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আগামী ৪ জানুয়ারি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে Redmi Note 13 সিরিজ। এই সিরিজ ওইদিন ভারতেও আসবে। চীনে লঞ্চ হওয়ার সুবাদে ইতিমধ্যেই এই সিরিজের স্পেসিফিকেশন আমাদের জানা। আজ আবার এক টিপস্টারের দৌলতে আসন্ন Redmi Note 13 সিরিজের ভারতীয় ভ্যারিয়েন্টের দাম প্রকাশ্যে এল।
টিপস্টার অভিষেক যাদব এক্স প্ল্যাটফর্মে ভারতে আসন্ন Redmi Note 13 5G, Note 13 Pro 5G, Note 13 Pro+ 5G এর মূল্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, Redmi Note 13 5G এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ২০,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি এর দাম থাকবে যথাক্রমে ২২,৯৯৯ টাকা ও ২৪,৯৯৯ টাকা। এটি প্রিজম গোল্ড, আর্টিক হোয়াইট ও স্টিলথ ব্ল্যাক কালারে পাওয়া যাবে।
এদিকে Redmi Note 13 Pro 5G এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি ও ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে কেনা যাবে ২৮,৯৯৯ টাকায় ও ৩২,৯৯৯ টাকা। এটি তিনটি কালারে পাওয়া যাবে – আর্টিক হোয়াইট, কোরাল পার্পেল ও মিডনাইট ব্ল্যাক।
বছরের শুরুতেই বিরাট সস্তায় মিলছে MacBook এবং iPhone15 সিরিজে
আবার রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি এর দামের প্রসঙ্গে বললে, এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হবে ৩৩,৯৯৯ টাকা। আর এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে যথাক্রমে ৩৫,৯৯৯ টাকায় ও ৩৭,৯৯৯ টাকায়। এটিও তিনটি কালারে এসেছে – ফিউশন হোয়াইট, ফিউশন পার্পেল ও ফিউশন ব্ল্যাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।