জুমবাংলা ডেস্ক : বছরের ব্যবধানে দেশে খোলা লবণের দাম বেড়ে প্রায় দ্বিগুণ। শঙ্কা দেখা দিয়েছে ঈদে পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে। কাঁচা চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকরা কারসাজি করে লবণের দাম বাড়িয়েছে। একইসাথে ট্যানারি মালিকদের বকেয়া থাকায় ক্ষোভও জানান তারা। আর লবণ মালিক সমিতি বলছে, মধ্যস্বত্বভোগীদের অতি মুনাফার করেনেই দাম বেড়েছে পণ্যটির।
একদিন পরই মুসলমানদের ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। কোরবানির সাথে পশুর সম্পৃক্ততা। যুক্ত পশুর চামড়ার ব্যবসাও। চামড়া টিকিয়ে রাখতে প্রয়োজন পর্যাপ্ত লবণের। সেই টার্গেটে শ্রমিকদের দিনরাত খাটুনি লবণের উৎপাদন বাড়াতে। পরিসংখ্যানে দেখা যায় দেশে বছরে ২৪ লাখ মেট্রিক টন লবণের চাহিদা থাকলেও শুধু কোরবানির সময়ই এর চাহিদা থাকে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন। পর্যাপ্ত লবণের সরবরাহ নিয়ে সঙ্কায় লবণ মালিক সমিতি। বলছে, মধ্যস্বত্বভোগীদের দাপটের কথাও।
কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে, এক লাফে লবণের দাম দ্বিগুণ হয়েছে। ৭শ টাকার লবণ কিনতে হচ্ছে ১৪শ টাকায়। তাই চামড়ায় পর্যাপ্ত লবণ দেয়া নিয়ে শঙ্কা।
দেশে এ বছর ৬২ বছরের রেকর্ড ভেঙে লবণের উৎপাদন হয়েছে ২২ দশমিক ৫ লাখ মেট্রিক টন। তবুও কেন লবণের সঙ্কট?- প্রশ্ন নানা মহলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।