৩০ মণের সম্রাটের দাম হাঁকাচ্ছেন যত লাখ টাকা

জুমবাংলা ডেস্ক : ৩০ মণ ওজনের হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু সম্রাটকে দেখতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দেউলিয়া গ্রামের কৃষক সামছুল আলমের বাড়িতে প্রতিদিন ভিড় করছে এলাকার মানুষ। আট ফুট লম্বা সম্রাটের বয়স মাত্র তিন বছর দুই মাস। শৌখিন ক্রেতারাও গরুটির খোঁজখবর নিয়ে দামদর করছেন। ঈদকে সামনে রেখে সামছুল সম্রাটের দাম হাঁকাচ্ছেন ১২ লাখ টাকা।

ফ্রিজিয়ান জাতের গরু

তাঁর আশা, হাটে নয়, বাড়ি থেকেই তিনি কাঙ্ক্ষিত দামে গরুটি বিক্রি করতে পারবেন। যদিও সম্রাটের দাম উঠেছে এ পর্যন্ত সাড়ে আট লাখ টাকা। কৃষক সামছুল জানান, গরুটির মাসহ ছয়টি গরু তাঁর বাড়ির খামারে তিনি লালন-পালন করতেন। সম্রাটের জন্ম হয় তাঁর বাড়িতেই।

জন্মের কিছুদিন পর মাসহ অন্য গরুগুলো তিনি বিক্রি করে সম্রাটকে লালন-পালন করছেন। সম্রাটের বয়স এখন তিন বছর দুই মাস। ছোট থেকেই সম্রাট খুব আরামপ্রিয়। গরম কিছুতেই সহ্য করতে পারে না।

তাই সার্বক্ষণিক বৈদ্যুতিক ফ্যান দিয়ে রাখতে হয়। এ জন্য তিনি আইপিএসও কিনেছেন। দিনে ছয়-সাতবার গোসল করাতে হয়। খাবারও খায় সম্রাটের মতো। এ জন্য তিনি নাম রেখেছেন সম্রাট।

সম্রাট তাঁকে ছাড়া কিছুই বোঝে না। সম্রাটকে রেখে তিনি কোথাও রাত্রিযাপনও করেন না। প্রতিদিন খাবার বাবদ তাঁর প্রায় হাজার টাকা খরচ হয় সম্রাটের জন্য। সম্রাটকে শুকনা খড় ও কাঁচা ঘাসের পাশাপাশি কলা, মাল্টা কমলালেবু, চিড়া ও চিটাগুড় প্রতিদিন খাওয়াতে হয়।

সৌদিতে প্রথম নাইটক্লাব, যেতে পারবেন নারীরাও

সম্রাটের পরিচর্যাকারী কৃষক সামছুল আলমের ছোট ভাই আক্তারুজ্জামান জানান, সম্রাটকে সন্তানের মতো সেবা করতে হয়। চিকিৎসার জন্য সার্বক্ষণিক স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতা নেওয়া হয়। ঈদ এবং বড় গরুর কারণে প্রতিদিনই সম্রাটকে দেখতে দূর-দূরান্তসহ আশপাশের মানুষ বাড়িতে আসছে। প্রাণিসম্পদ বিভাগ থেকে পরিমাপ করে সম্রাটের ওজন এক হাজার ১২৫ কেজি, অর্থাৎ ৩০ মণ বলে জানিয়েছেন। সম্রাটকে দেখতে এলাকাবাসীর পাশাপাশি কেনার জন্য অনেকেই আসছে। একজন ক্রেতা সাড়ে আট লাখ টাকা দাম করে গেছেন। ১২ লাখ টাকার নিচে আমরা সম্রাটকে বিক্রি করব না।