কমতে শুরু করেছে ডলারের দাম!

Dollar

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক অর্থনীতির নানা অনিশ্চয়তার মধ্যেই ৭ সপ্তাহ পর কমতে শুরু করেছে ডলারের দাম।

Dollar

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বাজার গবেষণা সংস্থা ট্রেডিং ইকনোমিকস।

এতে বলা হয়, বৈশ্বিক অর্থনীতির নানা অনিশ্চয়তার মধ্যেই ৭ সপ্তাহ পর ডলারের দাম কমছে। চলতি বছর মার্কিন মূল্যস্ফীতির কমাতে আবারও সুদ হার কমানোর ঘোষণায় ডলারের দামের পতন হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

আরও একটি বড় কারণ হিসেবে বলা হচ্ছে, মার্কিনিরা বর্তমানে প্রত্যাশার চেয়েও কম কেনাকাটা করছেন। এছাড়া জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দাম কমার বিষয়টি বিশেষ আলোচনায় এসেছে বৈশ্বিক অর্থনীতিতে।