দাম বাড়ল ডলারের, কমল টাকার মান

জুমবাংলা ডেস্ক : রপ্তানি ও রেমিট্যান্সে ডলার কেনার দর বাড়ানোর পর আন্তঃব্যাংকেও বেড়েছে। আজ প্রতি ডলার বিক্রি হয়েছে ১০৯ টাকা ৫০ পয়সায়। এতদিন যা সর্বোচ্চ ১০৯ টাকা ছিল।

১ আগস্ট থেকে ব্যাংকগুলো রেমিট্যান্সে প্রতি ডলারে ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা এবং রপ্তানি বিল নগদায়নে এক টাকা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা করেছে। এ ছাড়া আমদানি আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর ১০৯ টাকা ৫০ পয়সা করার সিদ্ধান্ত কার্যকর করেছে। আগে যা ১০৯ টাকা ছিল। গত রোববার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা এবং ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে টাকার অবমূল্যায়ন হয়েছে ১৫ টাকা ৫ পয়সা। অর্থাৎ এক বছর আগে ডলারের রেট ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা। তার মানে এক বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ১৬ শতাংশ।

ডলার সঙ্কটের মধ্যে দর হুহু করে বেড়েছে। যে কারণে বাংলাদেশ ব্যাংকের মৌখিক নির্দেশনার আলোকে ব্যাংকগুলো গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে ডলার কেনা ও বিক্রির একটি সর্বোচ্চ দর ঠিক করে দিচ্ছে। শুরুতে রপ্তানি বিল নগদায়নে প্রতি ডলার ৯৯ টাকা এবং রেমিট্যান্সে ১০৮ টাকা দর ঠিক করা হয়। ডলার কেনার গড় দরের সঙ্গে সর্বোচ্চ এক টাকা যোগ করে আমদানি ও আন্তঃব্যাংকে ডলার বিক্রির সিদ্ধান্ত হয়।

তবে আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্তের কারণে আগামী সেপ্টেম্বর থেকে ডলারের সিঙ্গেল রেট কার্যকরের সিদ্ধান্ত হয়েছে।