জুমবাংলা ডেস্ক : সরবরাহ থাকলেও আবারও ঊর্ধ্বমুখী ডলারের দাম। ঈদের পর ব্যাংক থেকে ডলার কিনতে হচ্ছে ১০৯ টাকায়। যা খোলা বাজারে বিক্রি হচ্ছে ১১২ টাকার বেশি। বাংলাদেশ ব্যাংক ডলারের বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর দাম বেড়েছে, বলছেন ব্যাংক সংশ্লিষ্টরা।
ডলার সংকট কাটাতে বিলাসী পণ্য আমদানিতে নানা রকম বিধি নিষেধ জারি করা হয়েছে। জরুরি পণ্য আমদানিতেও চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। ফলে সুদহারের পর এবার ডলারের বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
ঈদের পর হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাড়িয়ে দেয় ২ টাকা ৮৫ পয়সা। যার কারণে বৃহস্পতিবার ব্যাংকগুলো ১০৭ টাকায় ডলার কিনলেও তা ১০৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার খোলা বাজারে তা বিক্রি হচ্ছে ১১২ টাকার বেশি। তবে বাজারে ডলারের কোন সংকট নেই দাবি জানান তারা।
তবে অর্থনীতিবিদরা বলছেন, চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় প্রভাব পড়ছে ডলারের বাজারে। অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিক জানান, আমদানি দায় মেটাতে ডলারের চাহিদা বাড়ায় দাম কিছুটা বেড়েছে। তবে আমদানি পণ্যের চাহিদা কিছুটা কমলে বাজার নিয়ন্ত্রণেই থাকবে বলে জানান তিনি।
এখন থেকে আন্তঃব্যাংক ডলার বিক্রিতে সর্বোচ্চ যে দাম উঠবে, ওই দরেই ডলার বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক।
গত এক বছর যাবত ডলারের বিপরীতে টাকার দর ধারাবাহিকভাবে কমছেই। নানা পদক্ষেপ নিয়েও এই দরপতন ঠেকানো যাচ্ছে না। গত বছরের পহেলা জুন এক মার্কিন ডলার বিক্রি করা হয়েছিল ৮৯ টাকা। আর ২০২৩ সালের ৬ জুলাই ব্যাংক থেকে ডলার কিনতে হচ্ছে ১০৯ টাকায়। যা খোলা বাজারে বিক্রি হচ্ছে ১১২ টাকার বেশি। সে হিসেবে এক বছরের ব্যবধানে ডলার প্রতি দাম বেড়েছে ২৩ টাকা।
এতোদিন যাবত বাংলাদেশে রপ্তানি, রেমিট্যান্স এবং আমদানির ক্ষেত্রে আলাদা-আলাদা ডলার রেট ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।