ফ্ল্যাগশিপ সেলফোনের দাম আরো বাড়বে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যেকোনো কোম্পানির ফ্ল্যাগশিপ ডিভাইসের দাম সাধারণত বেশিই হয়ে থাকে। কিস্তিতে অর্থ পরিশোধ করলেও এর হার কম নয়। বিভিন্ন ফিচার বা সুবিধার জন্য অনেকে বেশি খরচ করে ফ্ল্যাগশিপ ডিভাইস কিনতে দ্বিধা করে না। এটি স্বাভাবিক বিষয়। তবে ফিচার থাকলেও ভবিষ্যতে এসব ডিভাইসের দাম আরো বাড়বে।

টিপস্টার ইয়োগেশ ব্রারের তথ্যানুযায়ী, ভবিষ্যতে অধিকাংশ ফ্ল্যাগশিপ ডিভাইসের দাম বাড়বে। এতে গুগলের পিক্সেল ৮ সিরিজ, আইফোন ১৫ সিরিজ, স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ এবং শাওমি ১৪ সিরিজের দাম বাড়বে।

ভার্সন অনুযায়ী দাম ২০০ ডলারেরও বেশি বাড়তে পারে। বর্তমানে বিভিন্ন যন্ত্রাংশের পাশাপাশি কোম্পানিগুলোর উৎপাদন খরচও বাড়ছে। প্রসেসরের দিক থেকে আগের ভার্সনগুলোর তুলনায় স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এর দামও বেশি থাকবে বলে সূত্রে জানা গেছে।

আইফোন ১৫ সিরিজেও বেশকিছু দামি যন্ত্রাংশ ব্যবহার করা হতে পারে বলে তথ্য রয়েছে। এর মধ্যে নতুন এ১৭ বায়োনিক চিপ, টাইটেনিয়াম ফ্রেম ও পেরিস্কোপ লেন্স অন্যতম। টেনসর জি৩ চিপের কারণে পিক্সেল ৮ সিরিজেরও দাম বাড়তে পারে। সে সঙ্গে রয়েছে আরো বেশি রিফ্রেশ রেট, নতুন ক্যামেরা সেন্সর।