ফের মার্কিন ডলারের দরপতন

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের ডলারের মান বাড়ছিল। অবশেষে দেশটির মুদ্রার মূল্যমান কমলো। বুধবার (২১ জুন) মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, মূল্যস্ফীতি কমে এসেছে। ফলে আর কম সময় সুদের হার বাড়ানো হতে পারে।

এতে প্রধান আন্তর্জাতিক মুদ্রার অবনমন ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। ফেড চেয়ারম্যান পাওয়েল বলেছেন, মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। এখন সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সুদহার বৃদ্ধি করতে হবে। তবে সেটা নমনীয় হারে।

চলতি মাসে সুদের হার বাড়ায়নি ফেড। তবে আগামী জুলাইয়ে সেটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে প্রায় ৭৫ শতাংশ। কিন্তু এর কয়েক মাস পরই তাতে বিরতি দেয়া হতে পারে। ফলে গ্রিনব্যাকের তেজ কমেছে।

এদিন অন্যান্য প্রধান ৬ মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৪৩ শতাংশ। বর্তমানে তা ১০২ দশমিক ০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ প্রেক্ষাপটে ইউরোর দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রাটির মূল্য স্থির হয়েছে ১ দশমিক ০৯৮৫ ডলারে।

তবে জাপানি মুদ্রার বিপরীতে ইউএস কারেন্সির দাম বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি ডলারের দর নিষ্পত্তি হয়েছে ১৪১ দশমিক ৮০৫ ইয়েনে।

পাউন্ডের দাম বেড়েছে শূন্য দশমিক ০৯ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির মূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ২৭৭৪ ডলারে।অস্ট্রেলিয়ার কারেন্সির মান বেড়েছে শূন্য দশমিক ১৫ শতাংশ। প্রতি অসি মুদ্রা বিক্রি হচ্ছে শূন্র দশমিক ৬৭৯৭৫ ডলারে।